শনিবার, ২৪ এপ্রিল, ২০২১, ০৫:২৪:৩০

অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসির হুঁশিয়ারি দিল্লি আদালতের

অক্সিজেন সরবরাহে বাধা দিলে ফাঁসির হুঁশিয়ারি দিল্লি আদালতের

করোনাভাইরাস রোগীদের অক্সিজেন সরবরাহে গাফিলতি দেখলে কেন্দ্র, রাজ্য বা স্থানীয় স্তরের কোনও আমলাকেই ছেড়ে কথা বলা হবে না বলে জানিয়ে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। প্রয়োজনে তাকে ফাঁসিতে ঝোলানো হবে বলেও শনিবার (২৪ এপ্রিল) হুঁশিয়ারি দিয়েছেন আদালত। 

পাশাপাশি কেন্দ্রকে স্পষ্ট করে জানাতে বলা হয়, সরকারের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী কবে দিল্লিতে ৪৮০ মেট্রিক টন অক্সিজেন পৌঁছাবে।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, দেশে কোভিড সংক্রমণের দ্বিতীয় তরঙ্গকে ‘সুনামি’ আখ্যা দিয়ে শনিবার দিল্লি হাইকোর্ট একটি মামলার পর্যবেক্ষণে জানায়, হাসপাতালগুলোতে অক্সিজেন সরবরাহ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না। সেই সরবরাহে ব্যাঘাত ঘটানো হলে কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী অথবা স্থানীয় প্রশাসনের কোনও কর্তাব্যক্তিকেই ছে়ড়ে কথা বলা হবে না।

দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে অক্সিজেনের ঘাটতিতে ২৫ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। শনিবার সকালেই বাটরা হাসপাতালের পক্ষে জানানো হয় ৩০০ জন কোভিড রোগী ভর্তি রয়েছে। অথচ হাসপাতালের কাছে খুব বেশি হলে ২০ মিনিট চালানোর মতো অক্সিজেন মজুত রয়েছে। এই পরিস্থিতিতে কোভিড রোগীদের বাঁচাতে আপৎকালীল ব্যবস্থায় অক্সিজেন পাঠানোর জন্য প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ।

এরই প্রেক্ষিতে শনিবার দিল্লি হাইকোর্ট কেন্দ্রের কাছে জানতে চেয়েছে, ঠিক কবে প্রতিশ্রুতি মতো ৪৮০ মেট্রিক টন ওজনের অক্সিজেন পৌঁছাবে দিল্লি সরকারের কাছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে