বৃহস্পতিবার, ২৯ এপ্রিল, ২০২১, ০৭:১২:৪৯

করোনা রোগীদের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে জুস খাওয়ানোর চেষ্টা!

করোনা রোগীদের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে জুস খাওয়ানোর চেষ্টা!

আন্তর্জাতিক ডেস্ক: সেবা করাই লক্ষ্য! এবার কোভিড ওয়ার্ডের মধ্যে ঢুকে জুস (ফলের রস) বিলি করতে দেখা গেল ABVP-র সদস্য়দের। শুধু তাই নয়, রোগীদের মুখ থেকে মাস্ক খুলে তাঁরা ফলের রস খাবেন কিনা, এই প্রশ্ন করতে শোনা গেল তাঁদের। কোভিড ওয়ার্ড, যেখানে শুধুমাত্র চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী ছাড়া অন্যান্যদের প্রবেশ নিষেধ সেখানে কীভাবে প্রবেশ করলেন RSS (রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ)-এর ছাত্র সংগঠনের এই সদস্যরা? উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই সামনে এসেছে সেই ভিডিয়ো।

জানা গিয়েছে, দেরাদুনের দুন মেডিক্যাল কলেজের (Doon Medical College) কোভিড ওয়ার্ডের মধ্যে এই ঘটনাটি ঘটেছে। যেখানে PPE কিট পরে 'হাই রিস্ক জোন'কোভিড ওয়ার্ডে প্রবেশ করতে দেখা যায় বেশ কয়েকজন RSS সদস্যদের। ন্যাশানাল সেন্টার ফর ডিজিজ কন্ট্রোলের নির্দেশিকা অনুযায়ী স্পষ্ট জানানো হয়েছে, করোনা ওয়ার্ডে কোনও ভিডিটর্সদের প্রবেশ নিষেধ। এই নির্দেশিকা সত্ত্বেও ABVP-র এই সদস্যরা কীভাবে কোভিড ওয়ার্ডে পৌঁছল, তা নিয়ে উঠছে প্রশ্ন।

ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, করোনা রোগীদের মুখ থেকে অক্সিজেন মাস্ক খুলে তাঁদের এই স্বেচ্ছাসেবকরা প্রশ্ন করছেন, 'আপনি জুস খাবেন?' তাঁদের প্রত্যকের PPE কিটে ABVP-র স্টিকার লাগানো ছিল। যদি কোনও করোনা রোগী জুস খেতে ইচ্ছুক হন, সেক্ষেত্রে তাঁদের থেকে 'থামস্ আপ'(আঙুল তুলে ইশারা) চান এই স্বেচ্ছাসেবকরা। এই ভাইরাল ভিডিয়ো প্রসঙ্গে উত্তরাখণ্ড কংগ্রেসের স্পোকপার্সন গরিমা দাসানি বলেন, 'এই ঘটনা কোনওভাবেই মেনে নেওয়া যায় না। কেউ যদি ABVP-কে প্রবেশের অনুমতি দেয় সেক্ষেত্রে অন্যরাও হাসপাতালের ভেতরে প্রবেশের চেষ্টা করবে। সেক্ষেত্রে হাসপাতালের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে। প্রশাসনের অবিলম্বে দোষীদের খুঁজে বের করে শাস্তি দেওয়া উচিত।'

অন্যদিকে, দুন মেডিক্যাল কলেজের প্রিন্সিপ্যাল ডা. আশুতোষ সায়ানা জানান, 'আমি বিষয়টি জানি না। আমি অবিলম্বে এই ঘটনার পরিপ্রেক্ষিতে পদক্ষেপ নেব।' প্রসঙ্গত, দুন মেডিক্যাল কলেজ উত্তরাখণ্ডের একটি হাসপাতাল, যেখানে ৪০০ জন করোনা রোগী ভর্তি রয়েছে। এদিকে ইতিমধ্যেই হাসপাতালের ৫০ জন স্বাস্থ্যকর্মীর করোনা ধরা পড়েছে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে