শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১, ১০:৪০:৩৬

ভারতে একদিনে আক্রান্ত ৪ লক্ষের কাছাকাছি, লাশবাহী অ্যাম্বুলেন্সের সারি, অক্সিজেনের জন্য হাহাকার

ভারতে একদিনে আক্রান্ত ৪ লক্ষের কাছাকাছি, লাশবাহী অ্যাম্বুলেন্সের সারি, অক্সিজেনের জন্য হাহাকার

আন্তর্জাতিক ডেস্ক:  দিশেহারা ভারত, কোনভাবেই থামানো যাচ্ছে না করোনার ভয়াল থাবা। আক্রান্ত আর মৃত্যু বাড়ছে প্রতিনিয়ত। প্রকৃত চিত্র তুলে ধরছে লাশবাহী অ্যাম্বুলেন্সের সারি। কবরস্থান ও শ্মশানে সাদা গাড়ির বহর। হাসপাতালগুলোতে অক্সিজেনের জন্য হাহাকার আছেই।

আজকের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় প্রায় ৪ লক্ষের কাছাকাছি মানুষ আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। গত ২৪ ঘণ্টায় ৩ লক্ষ ৮৬ হাজার ৮৮৮ আক্রান্ত হয়েছে। শুক্রবার (৩০ এপ্রিল) সকাল পর্যন্ত ভারতে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩ হাজার ৫০১ জনপ্রায় ২ কোটি মানুষ ইতিমধ্যে আক্রান্ত হয়েছে দেশটিতে। গত এক সপ্তাহ ধরেই ৩ লাখের উপর করোনা রোগী শনাক্ত হচ্ছে।

মোট আক্রান্তে ছয়টি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ রাজ্য হ’ল মহারাষ্ট্র (৪৫৩৯৫৫৩), কেরালা (১৫৩৩৯৮৪), কর্ণাটক (১৪৩৯৮২২), উত্তর প্রদেশ (১২১৭৯৫৫), তামিলনাড়ু (১০৮১৯৮৮), এবং দিল্লি (১০৪৭৯১৬)।

এমন অবস্থায় দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের বিরাজমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে কেন্দ্রীয় মন্ত্রিপরিষদের একটি বৈঠকের সভাপতিত্ব করবেন। কোভিড -১৯ মহামারীর দ্বিতীয় তরঙ্গের পরে এটি মন্ত্রিপরিষদের প্রথম বৈঠক হবে।

পাশে দাঁড়িয়ে মার্কিনিরা। তাদের প্রথম কোভিড জরুরী সহায়তা সরবরাহ ভারতে পৌঁছেছে: শুক্রবার মার্কিন সামরিক বিমান প্রথম জরুরি করোনভাইরাস সরবরাহ নিয়ে ভারতে পৌছেছে।

মিলিটারি জেট ৪০০ এরও বেশি অক্সিজেন সিলিন্ডার এবং হাসপাতালের অন্যান্য সরঞ্জাম এবং প্রায় দশ মিলিয়ন দ্রুত কোরোনাভাইরাস পরীক্ষা করার কিটস বহন করে নয়াদিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে