শনিবার, ০১ মে, ২০২১, ০২:৫১:১০

করোনা মহামারির মধ্যেও যুক্তরাষ্ট্রে শতাধিক মসজিদে চলছে খতমে তারাবি ও ইফতার মাহফিল

করোনা মহামারির মধ্যেও যুক্তরাষ্ট্রে শতাধিক মসজিদে চলছে খতমে তারাবি ও ইফতার মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক:  করোনা মহামারির মধ্যেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের দ্বারা পরিচালিত প্রায় শতাধিক মসজিদে চলছে খতমে তারাবি। পাশাপাশি সীমিত আকারে চলছে প্রতিদিনের ইফতার মাহফিলও। কয়েকটি অঙ্গরাজ্যের ২-৩টি শহর ব্যতীত বেশিরভাগ এলাকায় প্রবাসী বাংলাদেশিরা গত ১৩ এপ্রিল থেকে রোজা রাখছেন।

করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে এক বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের কোটি কোটি মানুষ সরকারি আদেশে প্রায় ঘরবন্দী হয়ে ছিলেন। একই আদেশের আওতায় লাখো প্রবাসী বাংলাদেশিও ছিলেন ঘরবন্দী। ফলে সামাজিক দূরত্ব বজায় রেখে মসজিদের ভেতরে নামাজ আদায় করতে হচ্ছে।

এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভানিয়া, ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাস, ফ্লোরিডা, ওহাইও, ইলিনয়স, কলোরাডো, ডেলাওয়ার, জর্জিয়া, কানসাস, ম্যারিল্যান্ড, মিশিগান, সাউথ ক্যারোলিনা, ওয়াশিংটন ও কেন্টাকির প্রায় শতাধিক মসজিদে নিয়মিত খতমে তারাবির ব্যবস্থা করেছেন বাংলাদেশি পরিচালিত মসজিদ কমিটি।

এছাড়া বিভিন্ন মসজিদে ইফতার মাহফিলের পর গভীর রাত পর্যন্ত চলছে ধর্মীয় বয়ান। কোরআন ও হাদিসের আলোকে মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে ইসলামী চিন্তাবিদরা গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করছেন।

যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চল তথা নিউ ইংল্যান্ডের ছয়টি অঙ্গরাজ্য মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ার, রোড আইল্যান্ড, ভারমন্ট ও কানেকটিকাটের প্রায় ২০টি মসজিদে খতমে তারাবি ও নিয়মিত ইফতার মাহফিল হচ্ছে। এসব মসজিদে প্রতিদিন শত শত ধর্মপ্রাণ বাংলাদেশি মুসল্লি খতমে তারাবি ও ইফতার মাহফিলে অংশগ্রহণ করছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে