রবিবার, ০২ মে, ২০২১, ১০:২৭:৫৪

শুরু হলো ভোট গণনা, ফলাফলের ব্যাপারে যা জানা গেল

 শুরু হলো ভোট গণনা, ফলাফলের ব্যাপারে যা জানা গেল

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস মহামারির প্রকোপ একটু হলেও কেড়ে নিয়েছে ভোটের রোশনাই। তার মধ্যেও ঘুরে ফিরে আসছে একটাই প্রশ্ন, নীলবাড়িতে আবারো তৃণমূল থাকছে, নাকি পদ্ম প্রবেশ ঘটছে?  এই প্রশ্ন নিয়েই আজ রবিবার শুরু হয়েছে ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোটগণনা। ১০ বছর আগে বাম দুর্গ ভেঙে পশ্চিমবঙ্গে ঘাসফুল ফুটিয়েছিলেন মমতা ব্যানার্জি।

২০১৬ সালেও সেই ধারা অব্যাহত ছিল। কিন্তু ২০১৯ সালের লোকসভা নির্বাচনের ফলপ্রকাশ বুঝিয়ে দেয়, পশ্চিমবঙ্গের একটা বড় অংশের মানুষ বিজেপির দিকে ঝুঁকেছে। 

কিন্তু রাজনৈতিকভাবে সচেতন পশ্চিমবঙ্গের মানুষের রায় কার পক্ষে যাবে, তার আঁচ পেতে কার্যত খেই হারিয়ে ফেলেছে বুথফেরত সমীক্ষা। 
তবে মানুষের রায়ে আগামী পাঁচ বছর নীলবাড়ির শাসন কার হাতে যায়, তার হিসাব হাতে এসে পৌঁছতে আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা।

করোনা সংক্রমণ থেকে বাঁচতে ভোট গণনাকেন্দ্রে সতর্কতা অবলম্বন করা হচ্ছে অক্ষরে অক্ষরে। গণনাকেন্দ্রের সংখ্যাও বাড়ানো হয়েছে আগের তুলনায়। ২০১৬ সালে যেখানে ৯০টি গণনাকেন্দ্র ছিল, এবার তা বাড়িয়ে করা হয়েছে ১০৮টি।

ভাট গণনাকেন্দ্রে যেন কোনো ধরনের অশান্তি সৃষ্টি না হয়, সেজন্য ১০০ মিটার এলাকা জুড়ে ১৪৪ ধারা জারি করা হয়েছে। নির্বাচন কমিশনের অনুমতি ছাড়া গণনাকেন্দ্রে ঢোকার অনুমতি নেই রাজ্য পুলিশেরও। 

ভোট গণনা শেষ হলে রিটার্নিং অফিসার, গণনা পর্যবেক্ষক, কাউন্টিং এজেন্ট এবং সংশ্লিষ্ট আসনের প্রার্থী এবং এজেন্টরা সেখানে প্রবেশ করতে পারবেন। সূত্র: আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে