সোমবার, ০৩ মে, ২০২১, ০৪:২০:৩৫

ভারতের কেরালা রাজ্যে কোনো আসন পায়নি বিজেপি!

ভারতের কেরালা রাজ্যে কোনো আসন পায়নি বিজেপি!

আন্তর্জাতিক ডেস্ক:  ভারতের কেরালা রাজ্যে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বাম গণতান্ত্রিক ফ্রন্ট এলডিএফকে আবারও জয় পাইয়ে দিয়েছে রাজ্যটির জনগণ।

ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানায়, ওই রাজ্যের বিধানসভা নির্বাচনে মোট ১৪০টি আসনের মধ্যে তারা পেয়েছে ৯১টি। দ্বিতীয় স্থানে থাকা কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ পেয়েছে ৪০টি আসন। আর অন্যান্য দল ৯টি আসন পেলেও বিজেপি কোনো আসন পায়নি। ফলাফল প্রকাশের পর ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে কেরালা রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী ও এলডিএফ নেতা পিনারাই বিজয়ন বলেছেন, বিধানসভা নির্বাচনে ক্ষমতাসীন ফ্রন্টের জয় কেরালার ধর্মীয় বিভাজন প্রত্যাখ্যানের প্রতীক।

পিনারাই বিজয়ন আরও বলেন, কেরালায় বিজেপির কোনো জায়গা নেই । কেরালার জনগণ সাম্প্রদায়িকতা বা ধর্মীয় বিভাজন গ্রহণ করে না। আমরা এখানে বিজেপির ভোট বন্ধ করব বলে আগেও বলেছি।

এ ছাড়াও পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে হ্যাট্রিক জয় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ক্ষমতায় যাওয়ার জন্য প্রয়োজন ছিল ১৪৭টি আসনের। সেখানে তৃণমূল ২১৩টি আসন পেয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে