মঙ্গলবার, ০৪ মে, ২০২১, ১২:৪০:৪২

এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নিয়ে মুখ খুললেন মমতা

 এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নিয়ে মুখ খুললেন মমতা

একা লড়াই করেই ইতিহাস গড়লেন পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জি। দুই-তৃতীয়াংশ আসনে জিতে তৃতীয়বারের জন্য বাংলার মসনদে আসীন হচ্ছেন তিনি। আগামী বুধবার তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা ব্যানার্জি। পরদিন ৬ মে থেকে জয়ী দলের অন্য বিধায়করা শপথ নেবেন। 

এর মধ্যে সোমবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের নিয়ে মুখ খুললেন মমতা। নির্বাচনের আগেই দলে দলে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার হিড়িক পড়ে গিয়েছিল তাদের। যাদের অধিকাংশকেই খালি হাতে ফিরতে হয়েছে ভোটে ফেল করে। তবে বিপুল সাফল্য পাওয়ার পরও দলত্যাগীদের প্রতি উদারতা দেখালেন তৃণমূল নেত্রী মমতা। 

তৃণমূল ছাড়া নেতারা ফিরতে চাইলে সকলকেই দলে স্বাগত জানাবেন বলে জানালেন তিনি। সোমবার সকালে কালীঘাটে যখন সাংবাদিকদের মুখোমুখি হন মমতা, সেখানে দলবদলকারীদের প্রত্যাবর্তনের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করলে মমতা বলেন, ‘আসুক না। কে বারণ করেছে! এলে স্বাগত।’

উল্লেখ্য, তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়া নেতাদের মধ্যে শুভেন্দু অধিকারী, হিরণ চট্টোপাধ্যায় এবং নিশীথ প্রামাণিককে বাদ দিলে কেউই জয়ী হতে পারেননি। বিরাট ব্যবধানে হেরেছেন রাজীব বন্দ্যোপাধ্যায়, সব্যসাচী দত্ত, বৈশালী ডালমিয়ারা। ভোটে বিজেপির পরাজয়ের পর তাই তাদের তৃণমূলে ফিরে আসা নিয়ে জল্পনা শুরু হয়েছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে