মঙ্গলবার, ০৪ মে, ২০২১, ১০:০০:১৩

করোনার তাণ্ডব চলছেই, ভারতে গত ২৪ ঘন্টায় মারা গেছে সাড়ে তিন হাজার মানুষ

করোনার তাণ্ডব চলছেই, ভারতে গত ২৪ ঘন্টায় মারা গেছে সাড়ে তিন হাজার মানুষ

আন্তর্জাতিক ডেস্ক:  ভয়াবহ করোনাভাইরাসের তাণ্ডব চলছেই। ভারতে এখনও চলছে মহামারীর দ্বিতীয় ঢেউয়ের দাপট। গত ২৪ ঘণ্টায় (সোমবার) দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছে মারা গেছে আরও প্রায় সাড়ে তিন হাজার মানুষ। নতুন সংক্রমিত শনাক্ত হয়েছে ৩ লাখ ৫৫ হাজারের ওপর।

এখনও ভারতে সংক্রমণ ও মৃত্যুর শীর্ষে মহারাষ্ট্র। ২৪ ঘণ্টায় রাজ্যটিতে ৪৮ হাজার ৬শ’র বেশি মানুষের দেহে শনাক্ত হয়েছে ভাইরাসটি। মৃত্যু হয়েছে ৫৬৭ জনের। মহারাষ্ট্র, দিল্লি, পাঞ্জাব ও উত্তর প্রদেশসহ কয়েকটি রাজ্যে কিছুদিনের তুলনায় সংক্রমণের হার সামান্য কম দেখা গেছে সোমবার।

তবে পশ্চিমবঙ্গ, বিহার, রাজস্থান’সহ কয়েকটি রাজ্যে ঊর্ধ্বমুখী সংক্রমণ। কেন্দ্রীয় সরকারের দাবি, এক মাস ধরে আক্রান্তের সংখ্যা বাড়ার পর বেশ কিছু রাজ্যে নিম্নমুখী সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে