মঙ্গলবার, ০৪ মে, ২০২১, ১০:৩২:০৭

জাপানে ত্রাণের জন্য বরাদ্দ তহবিলের অর্থ দিয়ে মূর্তি তৈরি

 জাপানে ত্রাণের জন্য বরাদ্দ তহবিলের অর্থ দিয়ে মূর্তি তৈরি

আন্তর্জাতিক ডেস্ক: কোভিড-১৯ মহামারীর মধ্যে জরুরি ত্রাণের জন্য বরাদ্দ তহবিলের অর্থ দিয়ে বিশাল এক স্কুইডের মূর্তি বানিয়ে সমালোচানার মুখে পড়েছেন জাপানের নোতো শহর কর্তৃপক্ষ।

বিবিসি জানায়, ৪৩ ফুট দৈর্ঘ্যের ওই মূর্তিটি পোর্ট অব নোতো তে বসানো হয়েছে। যেটি বানাতে প্রায় আড়াই কোটি ইয়েন (২ লাখ ২৮ হাজার ৫০০ মার্কিন ডলার) খরচ হয়েছে। এই অর্থের পুরোটাই জরুরি ত্রাণ তহবিল থেকে নেওয়া।

এর কারণ ব্যাখ্যায় নোতো কর্তৃপক্ষ স্থানীয় সংবাদমাধ্যমকে বলেছে, মহামারীর পর পর্যটকদের ফিরিয়ে আনতে দীর্ঘদিনের পরিকল্পনার অংশ হিসেবে এটি বানানো হয়েছে।

জাপানে নতুন করে কোভিড-১৯ সংক্রমণ বাড়তে শুরু করেছে। রাজধানী টোকিওতে বর্তমানে জরুরি অবস্থা চলছে। মহামারী শুরুর পর এই নিয়ে তৃতীয় দফায় টোকিওতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে