বুধবার, ০৫ মে, ২০২১, ০৫:৩০:১৩

দিল্লিতে মৃত্যু মিছিল আর হাহাকার ছাড়া আর কিছু চোখে পড়ে না

দিল্লিতে মৃত্যু মিছিল আর হাহাকার ছাড়া আর কিছু চোখে পড়ে না

আন্তর্জাতিক ডেস্ক: দিল্লিতে মৃত্যু মিছিল আর হাহাকার ছাড়া আর কিছু চোখে পড়ে না। কোভিডে একের পর এক মানুষের প্রাণ যাচ্ছে। সে খবর সারা বিশ্বের কাছে পৌঁছে দিতে, সকলকে অতিমারির বিরুদ্ধে সচেতন করে তুলতে নিরন্তর যুদ্ধ চালিয়ে যাচ্ছেন সাংবাদিকরা।

খবর পরিবেশন করতে গিয়ে এখনও পর্যন্ত শতাধিক সাংবাদিকের মৃত্যু হয়েছে। সেই সমস্ত সাংবাদিককে শ্রদ্ধা জানাতে এক অভিনব পথ নিল ভারতের প্রেস ক্লাব।

৩ মে থেকে অতিমারি পরিস্থিতির ছবি তুলে টুইট করতে শুরু করেছে প্রেস ক্লাব। পরিস্থিতি যে কতটা ভয়াবহ সেই সমস্ত ছবি থেকেই তার প্রমাণ মেলে।  রোগীর তুলনায় চিকিৎসক, নার্সদের সংখ্যা অনেক কম। দিল্লির এক হাসপাতালে তাই এক রোগীকে পালস্ অক্সিমিটার দিয়ে নিজেকেই অক্সিজেন লেভেল পরীক্ষা করে নিতে হচ্ছে।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে