বুধবার, ০৫ মে, ২০২১, ০৭:২৮:২০

অশনি সংকেত! এবার আসছে করোনার তৃতীয় ঢেউ

অশনি সংকেত! এবার আসছে করোনার তৃতীয় ঢেউ

আন্তর্জাতিক ডেস্ক: এ যেন কার্যত অশনি সংকেত! করোনার দ্বিতীয় ঢেউয়ে দেশজুড়ে ভয়ংকর পরিস্থিতি। রোজ লাফিয়ে বাড়ছে সংক্রমণ। পাল্লা দিয়ে বাড়ছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। হাসপাতালগুলিতে বেডের আকাল। অক্সিজেন নৈব নৈব চ। এমন ভয়াবহ পরিস্থিতিতে সতর্ক করলেন সরকারের শীর্ষ বৈজ্ঞানিক পরামর্শদাতা। করোনাভাইরাসের তৃতীয় ঢেউ হবেই, এমন মন্তব্যই করেছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন, যেভাবে ভাইরাস রূপ বদলেছে, নয়া স্ট্রেনের সঙ্গে যুঝতে হলে ভ্যাকসিনকেও আপডেট করতে হবে।

এদিন ডা. কে বিজয়রাঘবন বলেছেন, ' যেভাবে সংক্রমণ ছড়াচ্ছে তাতে তৃতীয় ঢেউ অবশ্যাম্ভাবী। কিন্তু, এটা স্পষ্ট নয়, কবে তৃতীয় ঢেউ আছড়ে পড়বে। আমার মনে হয়, এজন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। ভ্যাকসিন আপগ্রেড করা দরকার।

করোনা (Covid 19) ঝড়ে কাঁপছে গোটা দেশ। কিছুতেই রোখা যাচ্ছে না সংক্রমণ। এই পরিস্থিতিতে লকডাউনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যদিও লকডাউন জারির পথে হাঁটতে যে চায় না সরকার, সে বার্তা আগেই দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এই প্রেক্ষিতে মারণভাইরাসকে ঠেকাতে কেন্দ্র ও রাজ্যগুলোতে লকডাউন জারির পরামর্শ দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। অতিমারী মোকাবিলা করার বিষয়ে এক শুনানিতে রবিবার লকডাউন সংক্রান্ত একটি নির্দেশ দিয়েছে দেশের শীর্ষ আদালত।

দেশের শীর্ষ আদালত বলেছে, 'অতিমারীর দ্বিতীয় ঢেউয়ে বেলাগাম সংক্রমণ হয়েছে। কেন্দ্র ও রাজ্য সরকারগুলোকে নির্দেশ দেওয়া হচ্ছে, সংক্রমণ রোধে ভবিষ্যতে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে পরিকল্পনা করতে।' সর্বোচ্চ আদালতের পক্ষ থেকে বলা হয়েছে, 'লকডাউনের জেরে আর্থ-সামাজিক ক্ষেত্রে যে প্রভাব পড়ে, বিশেষত প্রান্তিক সম্প্রদায়ের ক্ষেত্রে, সে ব্যাপারে আমরা অবগত। কিন্তু, লকডাউন জারি করলে প্রান্তিক মানুষরা যাতে আতান্তরে না পড়েন সে দিকে নজর রাখতে হবে।'-এই সময় 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে