রবিবার, ০৯ মে, ২০২১, ১২:০৫:১৫

করোনা রোগীর শেষকৃত্যে অংশ নিয়ে ২১ জনের ‘মৃত্যু’

করোনা রোগীর শেষকৃত্যে অংশ নিয়ে ২১ জনের ‘মৃত্যু’

করোনাভাইরাসে আক্রান্ত রোগীর শেষকৃত্য থেকে ফিরে পরপর ২১ জনের মৃত্যু হয়েছে বলে খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। ঘটনাটি ভারতের রাজস্থানের শিকার জেলার খিরবা গ্রামে সম্প্রতি ঘটে। 

জানা গেছে, গত ২১ এপ্রিল করোনায় মারা যাওয়া এক ব্যক্তির দেহ প্লাস্টিকে মুড়ে ফিরিয়ে আনা হয় গ্রামে। করোনার বিধিনিষেধ তোয়াক্কা না করেই শেষকৃত্যে জড়ো হন গ্রামের অনেক মানুষ। এরপর থেকে ৫ মে পর্যন্ত শেষকৃত্যে শামিল হওয়া মানুষের মধ্যে নিয়মিতভাবে ২১ জনের মৃত্যু হয়। 

এদিকে, মৃতদের মধ্যে চারজনের দেহে করোনা ধরা পড়েছিল। বাদিকের সংক্রমিত হয়েই মৃত্যু হয়েছে কিনা, তা এখনি বলা যাচ্ছে না। মৃতদের পরিবার ও স্বজন মিলিয়ে ১৪৭ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানানো হয়েছে। তাদের পরীক্ষার ফলাফল পাওয়া গেলেই মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। তবে এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। সূত্র : আনন্দবাজার পত্রিকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে