অস্ট্রেলিয়ায় ভয়াবহ দাবানলে ১০০ বাড়ি ভস্মীভূত, নিখোঁজ ৩
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে অস্ট্রেলিয়ার দক্ষিণআঞ্চলের ইয়ারলুপ শহরে। এই দাবানলের কারণে এখন পর্যন্ত পাওয়া খবরে প্রায় ১০০ বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে যায় এবং ৩ জন লোকের এখন পর্যন্ত কোন খোজ পাওয়া যাচ্ছে না। পুলিশ এবং প্রশাসনের সহযোগিতায় স্থানীয় বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেয়া হয়েছে। দাবানলের কারণে এখন পর্যন্ত প্রায় ১,৩০,৯৬৫ একর জমি ভস্মীভূত হয়ে গেছে।
কিন্তু এভাবে দাবানল ছড়াতে থাকলে তা অস্ট্রেলিয়ার বিভিন্ন শহরের জন্য খুবই ভয়াবহ হয়ে দাঁড়াবে। কারণ অস্ট্রেলিয়ার যে শহরের দাবানল ছড়িয়ে পড়েছে, ঠিক সেই সহরগুলোতে সবথেকে বেশি গবাদি পশু পালন করা হয়। আর এই দাবনলের ভয়াবহ তাপ পশু-পাখির জন্য খুবই ভয়াবহ আকার ধারণ করছে।
উল্লেখ্য, গত বছর নভেম্বরে পশ্চিম অস্ট্রেলিয়ায় ধারাবাহিক দাবানলে মারা যায় ৪ জন। ক্রিসমাসে দক্ষিণ অস্ট্রেলিয়ায় দাবানলে প্রায় ১০০ বাড়ি ভস্মীভূত হয়। দুজন মারা যায়। অস্ট্রেলিয়ার ব্যুরো অফ মেটেরোলজি মতে, ১৯১০ সালের পর থেকে এরকম ভয়াবহ অবস্থার সম্মুখীন অস্ট্রেলিয়াবাসী অার কখনো পড়েনি।
৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �