সৌদি আরবকে পাকিস্তানের ‘নিঃশর্ত সমর্থন’
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের সাথে সম্পর্ক আরো ভালো হচ্ছে পাকিস্তানের। সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী ড. আদেল আজ-জুবায়ের পাকিস্তান সফরে গেলে পাকিস্তান সরকারের সাথে অনেক আলোচনা হয় তার। তখন ড. আদেল আজ-জুবায়েরকে পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়, সৌদি আরবের প্রতি পাকিস্তানের  ‘নিঃশর্ত সমর্থন’ আছে এবং আগামী দিনেও তা থাকবে। পাকিস্তানের ইংরেজি দৈনিক ডনের এক প্রতিবেদনে আজ শুক্রবার এ খবর জানা যায়।
প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি পররাষ্ট্র মন্ত্রী ড. আদেল আজ-জুবায়ের’এর সংক্ষিপ্ত ইসলামাবাদ সফরের সময় পাকিস্তানের পক্ষ থেকে সৌদি আরবকে ‘নিঃশর্ত সমর্থনের’ আশ্বাস দেয়া হয়। এবং সৌদি সরকারের প্রতি পাকিস্তানের পুনরায় সমর্থন ঘোষণা করে। ইরানের সাথে যখন সৌদি আরবের নানামুখী উত্তেজনা চলছে, এবং সৌদি আরব ঘোষিত সামাজিক জোট গঠনের চেষ্টা চলছে ঠিক তখনি পাকিস্তান সৌদি আরবকে এই সমর্থনের ঘোষণা করে।
পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রী ড. আদেলকে জানান, সৌদি আরবের ভৌগলিক অণ্ডতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো হুমকির মোকাবেলায় সৌদি আরবের জনগনের সাথে পাকিস্তানের জনগন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। আর তখনি নওয়াজ শরিফ সৌদি আরবের প্রতি পাকিস্তানের ‘নিঃশর্ত সমর্থনের’ কথা জানান।
৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �