মঙ্গলবার, ১১ মে, ২০২১, ০২:১২:৪৭

ইসরাইলি পুলিশের মারধর ও গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময়ও হাসছেন ফিলিস্তিনি তরুণী মরিয়ম

ইসরাইলি পুলিশের মারধর ও গ্রেফতার করে নিয়ে যাওয়ার সময়ও হাসছেন ফিলিস্তিনি তরুণী মরিয়ম

আন্তর্জাতিক ডেস্ক: জেরুসালেমের শেখ জাররাহ মহল্লায় ফিলিস্তিনিদের উচ্ছেদে ইসরাইলি আদালতের আদেশের বিরুদ্ধে বিক্ষোভ করে আসছিলেন মহল্লাবাসীরা। তাদের সাথে সংহতি জানাতে ওই মহল্লায় বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে আসছিলেন অন্য ফিলিস্তিনিরাও। শনিবার রাতে আরো অন্যদের সাথেই বিক্ষোভ যোগ দিয়েছিলেন ফিলিস্তিনি তরুণী মরিয়ম আল-আফিফি।

সমাবেশে এক পর্যায়ে ইসরাইলি পুলিশ হামলা করে। এই সময় আরো অনেকের মতোই মরিয়ম পুলিশের মারধরের শিকার হন। পরে তাকে গ্রেফতার করা হয়। 

 সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা যায়, ইসরাইলি পুলিশ মরিয়মকে টানাহেঁচড়া করে নিরাপত্তা হেফাজতে নিয়ে যায়। পুলিশের মারধর ও গ্রেফতারির শিকার হয়েও এই সময় তাকে হাসতে দেখা যায়। পরে অপর এক ভিডিও ফুটেজে দেখা যায়, তাকে গ্রেফতার করা ইসরাইলি পুলিশ সদস্যদের তিনি গ্রেফতারির কারণ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করছেন।

ইসরাইলি পুলিশকে তিনি জিজ্ঞেস করেন, 'আপনার শিশুকে আপনি অত্যাচারকে সমর্থনের ভুল পথে কি বড় করতে চান? আপনি কি এই কাজই করতে চেয়েছেন যখন ছোট ছিলেন?' উপস্থিত ইসরাইলি পুলিশ সদস্য এই সময় নিরবে দাঁড়িয়ে থাকে।

সামাজিক যোগাযোগমাধ্যমে তার এই ভিডিও বিপুলভাবে ছড়িয়ে পরেছে। রোববার কোনো অভিযোগ ছাড়াই ইসরাইলি পুলিশ তাকে মুক্তি দেয়। সূত্র : মিডল ইস্ট মনিটর

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে