মঙ্গলবার, ১১ মে, ২০২১, ০৪:৫৪:৫৫

এক কবিতা পোস্ট করে উধাও ১৬০০ কোটি ডলার!

এক কবিতা পোস্ট করে উধাও ১৬০০ কোটি ডলার!

চীনের বিখ্যাত ক্যাটারিং সেবা প্রতিষ্ঠান মেইতুয়ানের প্রধান ওয়াং ইং সামাজিক যোগাযোগমাধ্যমে বহু বছর আগের একটি কবিতা পোস্ট দেওয়ার পর এটির শেয়ারের ব্যাপক পতন হয়েছে। যদিও পরে কবিতাটি মুছে দিয়েছিলেন তিনি।

মার্কেট প্রতিযোগিতা আইন লঙ্ঘনের অভিযোগে ৪২ বছর বয়সী এই ইন্টারনেট উদ্যোক্তার কোম্পানির বিরুদ্ধে তদন্ত চলছে। তার পোস্ট করা কবিতাটির নাম ‘দ্য বুক বার্নিং পিট’।

কবিতাটিকে চীনের প্রেসিডেন্টের শি জিনপিংয়ের প্রতি সূক্ষ্ম কটাক্ষ হিসেবে বিবেচনা করা হয়েছে।-খবর বিবিসির

রোববার (৯ মে) ট্যাং রাজবংশের শাসনামলে লেখা কবিতাটি তিনি পোস্ট দিয়েছিলেন। চীনের প্রথম সম্রাট কিন শিহুয়াংয়ের বই পোড়ানো নিয়ে কবিতাটি লেখা হয়েছিল।

হংকং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শু গৌকি বলেন, সাংস্কৃতিক বিপ্লব কিংবা বই ধ্বংস নিয়ে যে কোনো কিছু চীনে বর্তমানে খুবই স্পর্শকাতর। কারণ দেশটি শিগগিরই কমিউনিস্ট পার্টির শতবর্ষ উদযাপন করতে যাচ্ছে।

সামাজিকমাধ্যম ফানফাউয়ে পোস্টটি দিয়েছিলেন ওয়াং। গত ১৪ বছর ধরে এখানে তিনি দিনে তিনবার পোস্ট দিয়ে আসছেন। পোস্টটি দেখে সবাই অবাক হয়ে যায়। এরপর হংকংয়ে তার কোম্পানি মেইতুয়ানের শেয়ার কমে যায় ৯ দশমিক আট শতাংশ।

গত দুমাসের মধ্যে এটিই সবচেয়ে বড় দরপতন। তিনি এক হাজার ৬০০ কোটি মার্কিন ডলার মার্কেট ভ্যালু হারিয়েছেন। কবিতাটির অর্থ করলে দাঁড়ায়, ‘ভস্মীভূত বইয়ের ছাইয়ের তাপ জুড়িয়ে যাওয়ার আগেই পর্বতের পূর্বাঞ্চলে বিপ্লব জেগে উঠেছে।’

ট্যাং রাজবংশের বিখ্যাত কবি জ্যাং জির কবিতাটি মূলত সম্রাট কিন শিহুয়াংকে নিয়ে উপহাস করে লেখা। ওই সম্রাট ভিন্নমতাবলম্বীদের দমনের জন্য কুখ্যাত ছিলেন।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের শাসনও ক্রমাগত স্বৈরতান্ত্রিক হয়ে উঠছে বলে সমালোচকরা মনে করেন। তিনি ক্ষমতায় আসার পর বাকস্বাধীনতার সুযোগ খুবই সীমিত হয়ে আসছে বলে দাবি করা হয়।

মেইতুয়ান চীনের সবচেয়ে বড় খাবার প্রতিষ্ঠান ও লাইফস্টাইল সার্ভিস প্ল্যাটফর্ম। এটির বাজার মূল্য ২২ হাজার কোটি মার্কিন ডলার। ড্রোন ও স্ব-চালিত গাড়ির মাধ্যমে খাবার সরবরাহেরও পরিকল্পনা রয়েছে তাদের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে