শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৬:২০:২৫

ব্যাগে টাকা ৬০ লাখ, কিন্তু টিকিট কাটতে নারাজ!

ব্যাগে টাকা ৬০ লাখ, কিন্তু টিকিট কাটতে নারাজ!

আন্তর্জাতিক ডেস্ক : ব্যাগে তার বাংলাদেশি মুদ্রায় ৬০ লাখ, তবুও টিকিট কাটতে নারাজ বাসযাত্রী! ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার ভারতের কলকাতায়। ভাড়া নিয়ে কথাকাটাকাটির একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়েন তিনি। কেন ৬০ লাখ টাকা নিয়ে যাওয়া হচ্ছিল তা তদন্ত করে দেখছে পুলিশ। ধৃত ব্যক্তির নাম ইয়াসিন মোহাম্মদ। পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি এদিন বিনাটিকিটে বাসে যাচ্ছিলেন। টিকিট চাইলে বাসকর্মীদের সঙ্গে বচসায় লিপ্ত হন তিনি। বচসা চরম পর্যায়ে পৌঁছলে ময়দান থানার পুলিশের হাতে তাকে তুলে দেয় বাসকর্মীরা। পুলিশ জেরার একপর্যায়ে তার ব্যাগ তল্লাশি করতে গেলে ৬০ লাখ টাকা পাওয়া যায়। ওই টাকা কোথা থেকে আসছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এত টাকা ব্যাগে থাকায় শেষপর্যন্ত আয়কর দপ্তরের কর্তাদের ডাকা হয়। ৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে