শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৬:৪৩:৪৯

ভূমিকম্পে কাঁপল তিন দেশ

ভূমিকম্পে কাঁপল তিন দেশ

আন্তর্জাতিক ডেস্ক : ফের ভূমিকম্প অনুভূত হল ভারতের কাশ্মীরে। আজ শুক্রবার আফগানিস্তানের হিন্দুকুশ পার্বত্য অঞ্চলে ভূমিকম্পের কারণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর। প্রতিবেশীদেশ পাকিস্তানেও এই কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এ কম্পনের মাত্রা ছিল ৫.০। শুক্রবার দুপুরে আফগানিস্তানের হিন্দুকুশ পর্বতের একাংশে ভুমিকম্পের কারণে কেঁপে উঠল জম্মু ও কাশ্মীর রাজ্যের পুঞ্চ অঞ্চলে। সাথে সাথে কম্পন লক্ষ করা গিয়েছে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও সংলগ্ন অঞ্চলে। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। কম্পনের উত্‍সস্থল আফগানিস্তান-তাজিকিস্তান সীমান্তবর্তী বাদাখশান এলাকায়। ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, কম্পনের উত্‍পত্তি ভূপৃষ্ঠ থেকে ২৩২ কিমি গভীরে। এই কম্পনে এখনও পর্যন্ত কোনও হতাহত বা সম্পত্তির ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। যে সমস্ত এলাকা ভূমিকম্পের উত্‍সস্থলের কাছাকাছি পড়েছে : ৩২ কিমি দক্ষিণ-পূর্বে আফগানিস্তানের জার্ম অঞ্চল ৫৪ কিমি দক্ষিণ-পশ্চিমে আফগানিস্তানের আশকাশাম অঞ্চল ৬২ কিমি দক্ষিণ-পশ্চিমে তাজিকিস্তানের ইশকাশিম অঞ্চল ৬৭ কিমি দক্ষিণ-পূর্বে আফগানিস্তানের ফয়জাবাদ অঞ্চল ২৭৮ কিমি উত্তর-পূর্বে আফগানিস্তানের রাজধানী কাবুল ও সংলগ্ন অঞ্চলে। ৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে