শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৬:৫৭:০২

ষাঁড়ের লড়াইয়ের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

ষাঁড়ের লড়াইয়ের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার

আন্তর্জাতিক ডেস্ক : ষাঁড়ের লড়াই এর ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাডু রাজ্যে হাজার হাজার বছর ধরে চালু থাকা জনপ্রিয় এই লড়াইকে সুপ্রিম কোর্ট গত বছর নিষিদ্ধ করেছিলো। এই ষাঁড়ের লড়াইকে বলা হয় জাল্লিকাটু উৎসব। অনুষ্ঠিত হয় বছরে একবার, জানুয়ারি মাসে। এর পাশাপাশি এই জানুয়ারি মাসেই অনুষ্ঠিত হয় ধানের ক্ষেত থেকে ফসল তোলার উৎসবও। বিবিসির এক প্রতিবেদনে এ খবর জানা যায়। এসব অনুষ্ঠানে দুরন্ত ষাঁড়ের ধারালো শিং-এ পুরস্কার বাঁধা থাকে এবং হাজার হাজার পুরুষ ওই ষাঁড় তাড়া করে তাদের শিং থেকে পুরস্কার ছিনিয়ে নেয়। প্রাণীর অধিকার রক্ষায় যারা আন্দোলন করেন তাদের আপত্তির কারণে সুপ্রিম কোর্ট ২০১৪ সালে এই লড়াই নিষিদ্ধ ঘোষণা করে। রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো এই নিষেধাজ্ঞার সমালোচনা করে আসছিলো। তারা বলছে, এটি তামিলনাডুর সংস্কৃতিরই একটি অংশ। সংবাদদাতারা বলছেন, জাল্লিকাটু ভারতের প্রাচীনতম একটি খেলা যা আধুনিক ভারতে এখনও খেলা হয়। এই খেলায় বহু মানুষ হতাহত হয়েছে। সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর এখন এই লড়াই আবার চালু হবে এমাসেই। এসময় ষাঁড়কে হত্যা করা না হলেও সমালোচকরা জাল্লিকাটু উৎসবকে অত্যন্ত বর্বর বলে উল্লেখ করেন। কারণ এসময় ষাঁড়কে জোর করে কোমল পানিয় পান করানো হয় এবং তাদের চোখে মরিচের গুড়ো মেখে দেওয়া হয়। তবে জাল্লিকাটুর আয়োজনকারীরা বলছেন, নিষ্ঠুরতার হাত থেকে প্রাণীকে বাঁচাতে তারা কিছু বিধিনিষেধ চালু করবেন। এই খেলাটি প্রায় ২,০০০ বছর পুরনো। ৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে