রবিবার, ১৬ মে, ২০২১, ১০:৪০:৫৮

গোমূত্র কাজ করে না’ বলায় সাংবাদিক গ্রেফতার

গোমূত্র কাজ করে না’ বলায় সাংবাদিক গ্রেফতার

করোনা রোধে গোবর-করোনা রোধে গোবর-গোমূত্র কাজ করে না’ বলায় সাংবাদিক গ্রেফতার কিশোরচন্দ্র ওয়াংখেম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া ভারতের মণিপুর রাজ্য বিজেপি নেতার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট করায় সাংবাদিক ও এক রাজনৈতিক কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সাংবাদিক কিশোরচন্দ্র ওয়াংখেম ও রাজনৈতিক কর্মী ইরেন্দ্রো লেইচম্বমকে তাদের বাড়ি থেকে গ্রেফতার করা হয়। রাজ্য বিজেপির সহ-সভাপতি উশাম দেবান ও সাধারণ সম্পাদক পি প্রেমানন্দ মেতেই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। পরে তাদেরকে আদালতে তোলা হলে দু’জনকে ১৭ মে পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক। তাদের বিরুদ্ধে অভিযোগ, এই দু’জন মণিপুর বিজেপির রাজ্য সভাপতি সাইখম টিকেন্দ্র সিং এর মৃত্যু নিয়ে আপত্তিকর মন্তব্য করেছিলেন। বিজেপি নেতার মৃত্যুর পর ওই সাংবাদিক ও রাজনৈতিক কর্মী লেখেন, ‘গোবর ও গোমূত্র কাজ করে না। ’

এর আগেও সাংবাদিক কিশোরচন্দ্রকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের কারণে দু’টি ভিন্ন মামলায় দু’বার গ্রেফতার করা হয়েছিল। মণিপুরের বিজেপি নেতৃত্বাধীন সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনে। সূত্র: আনন্দবাজার ও এনডিটিভি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে