আন্তর্জাতিক ডেস্ক: এখন মোবাইল ফোন প্রায় প্রতিটি মানুষের হাতে হাতেই আছে। একসময় এই মোবাইল ফোন সচরাচর তেমনটা দেখা যেতোনা। কিন্তু সেদিন আর বেশি দুরেনয় মানুষ মোবাইল ফোনের নেশা ছেড়ে ড্রোন ব্যবহারে মজবে৷ এমনই একটি বিষয় দাবি করলেন ভারতীয় বংশোদ্ভূত নাসার বিজ্ঞানী পরিমল কোপাড়েকর৷
নাসার আয়োজিত আনম্যান্ড এরিয়াল সিস্টেমস ট্রাফিক ম্যানেজমেন্টের একটি কনফারেন্সে কোপাড়েকর বলেন, আজ থেকে পাঁচ-দশ বছর পর প্রতিটি বাড়িতে থাকবে নিজস্ব ড্রোন৷ তিনি আরও বলেন, ‘আমি সেই সময়টা দেখতে পাচ্ছি যখন মোবাইল ফোনের মতোই ঘরে ঘরে থাকবে ড্রোন৷ ছাদের উপর থেকে নজরদারি চালানোর জন্য ড্রোন ব্যবহার করবেন আপনারা৷ প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্রও আপনার পৌঁছে দেবে ড্রোন৷ এমনকী নির্মাণ কাজেও তদারকি করবে এই মানববিহীন যান৷’
কোপাড়েকর আরও বলেন, ‘ব্যক্তিগত ও বাণিজ্যিক ড্রোনের আনাগোনায় একদিন ভিড় বাড়বে আকাশে৷ যত দিন যাবে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠবে এটি৷’ গুগল, অ্যামাজন, এয়ারওয়্যার, ড্রোনডেপ্লয়ের মতো বেশকিছু সংস্থার সঙ্গে হাত মিলিয়ে কাজ করবে নাসা