সোমবার, ১৭ মে, ২০২১, ০২:২৮:৫৫

ফিলিস্তিনিদের রক্ষায় এবার মাঠে নেমেছে মাহাথির-ইমরান খান

   ফিলিস্তিনিদের রক্ষায় এবার মাঠে নেমেছে মাহাথির-ইমরান খান

ইসরাইলের বর্বরোচিত হামলা ভয়াবহ মানবিক বিপর্যয়ের শিকার ফিলিস্তিনকে নিয়ে রোববার টেলিফোনে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মাহমুদের সঙ্গে আলাপ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এ সময় ইসলামি বিশ্বের দুই শীর্ষ নেতা দখলদার ইসরাইলের ভয়াবহ আগ্রাসনের শিকার ফিলিস্তিনিদের প্রতি একাত্মতা প্রকাশ করেন। খবর আনাদোলুর। আল আকসায় নিরপরাধ মুসল্লিদের ওপর নৃশংস হামলা, পূর্ব জেরুজালেম ও গাজায় আবাসিক ভবনে ইসরাইলের বর্বরোচিত বোমা হামলার তীব্র নিন্দা জানান ইমরান খান। ফিলিস্তিনিদের রক্ষায় বিশ্ব সম্প্রদায়কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানা এ দুই নেতা। এদিকে ইহুদিবাদী ইসরাইল রোরবার সবচেয়ে ভয়াবহ হামলা চালিয়েছে ফিলিস্তিনে। নারী-শিশুসহ এদিন ৪২ বেসামরিক ফিলিস্তিনি ইসরাইলের বর্বরোচিত বিমান হামলায় নিহত হয়েছেন। আন্তর্জাতিক সব নিয়মনীতি লঙ্ঘন করে ইসরাইলি বাহিনী রোববার গাজা সিটির আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে। এতে সবচেয়ে বেশি প্রাণ হারিয়েছেন শিশু ও নারীরা। ফিলিস্তিনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রোববারের হামলায় ১০ শিশু ও ১৬ নারীসহ ৪২ জন নিহত এবং অর্ধশতাধিক ফিলিস্তিনি আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই শিশু। ফিলিস্তিনের সিভিল ডিফেন্সকর্মীরা জানিয়েছেন, গাজার আল-রিমাল আবাসিক এলাকায় ধ্বংসস্তূপের নিচে অনেকে এখনও চাপা পড়ে আছেন। তাদের উদ্ধারে জরুরি উদ্ধার সরঞ্জাম ও সহায়তা প্রয়োজন

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে