নিজের মাকে শিরচ্ছেদ করল আইএস!
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : আইএসের কর্মকাণ্ড যেন জাহিলিয়াতের বর্বরতাকেও হারমানাতে চলেছে। প্রকাশ্য মানুষ হত্যা থেকে শুরু করে নানা অপকর্মের সাথে জড়িয়ে পড়েছে তারা। এবার জানা গেল এক আইএসের এক জঙ্গি প্রকাশ্যে নিজের মাকে শিরচ্ছেদ করল। সিরিয়ার বেশ কয়েকটি মানবাধিকার সংস্থা এ দাবি করেছে। সিএনএনের এক প্রতিবেদনে এ খবর জানা যায়।
প্রতিবেদনে জানা যায়, ২০ বছর বয়সী এক আইএস জঙ্গি সিরিয়ার রাক্কা শহরে নিজের মাকে হত্যা করেছে। এই শহরটিতেই আইএসের কথিত রাজধানী বলে পরিচিত। আইএস ওই নারীর বিরুদ্ধে ‘স্ব-ধর্ম ত্যাগে’র অভিযোগ তুলেছে। তবে এর আগে তার ছেলেই তাকে আইএস’র হাতে তুলে দেয়।
যুক্তরাজ্য-ভিত্তিক সিরিয়ার প্রখ্যাত মানবাধিকার সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ জানায়, ওই নারীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি তার সন্তানকে আইএস ছেড়ে দিতে উস্কানি দিচ্ছিলেন। এবং নিজের ছেলেকে নিয়ে তিনি রাক্কা থেকে পালিয়ৈ যেতে চেয়েছিলেন। ওই সংস্থা জানায়, এই নারীর বয়স ছিল প্রায় ৪০ বছর। রাক্কায় শ’ শ’ মানুষ উপস্থিতে ওই নারীকে শিরচ্ছেদ করা হয়।
উল্লেখ্য, এর আগেও প্রকাশ্যে শিরচ্ছেদ, নির্বিচারে গুলি ও আগুণ লাগিয়ে হত্যা করার ফুটেজ ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছিল এই জঙ্গি সংগঠনটি।
৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �