যে সুন্দরী প্রেসিডেন্টের জন্য অনেকেই পাগল
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ঝড় তোলা ছবি, সেই সুন্দরী ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট।  তবে প্রেসিডেন্ট হবার আগে থেকেই কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে নজর কেড়েছেন।  ছবিতে হুবহু কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচের দেখালেও তিনি আসলে নন, অন্যরকম এক তারকা! 
ডয়চে ভেলের এক প্রতিবেদনে এমনটাই জানা গেছে।
কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচের সবচেয়ে বড় পরিচয় তিনি এখন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট৷ অবশ্য শুধু এইটুকু বললে তার কৃতিত্ব বোঝানো হয় না, দেশের প্রথম নারী প্রেসিডেন্ট তিনি!
২০০৫ থেকে ২০০৮ পর্যন্ত ক্রোয়েশিয়ার বৈদেশিক সম্পর্ক মন্ত্রী ছিলেন কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷ এরপর ২০০৮ থেকে ২০১১ পর্যন্ত যুক্তরাষ্ট্রে ক্রোয়েশিয়ার রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছন৷ ২০১১ থেকে ২০১৪ এ তিন বছর প্রথম নারী হিসেবে ন্যাটোর গুরুত্বপূর্ণ পদে ছিলেন ৪৭ বছর বয়সী কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷
২০১৫ সালের ডিসেম্বরেই ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্টের দায়িত্ব নেন কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচ৷ তখনকার বিরোধীদলীয় ‘প্যাট্রিয়টিক কোয়ালিশন’ অর্থাৎ ‘দেশপ্রেমিক জোট’-এর সদস্যরা নির্বাচনে জয়লাভের পর তাকেই বেছে নেয় প্রেসিডেন্ট হিসেবে৷
এক মাসে প্রেসিডেন্ট হিসেবে বিশেষ কিছু করে সবার মন জয় করা প্রায় অসম্ভব৷ তবে ক্রোয়েশিয়ার প্রথম নারী প্রেসিডেন্ট তার মোহনীয় রূপ এবং আকর্ষণীয় দেহের সুবাদে দেশের সীমানার বাইরেও কোটি মানুষের হৃদয় জয় করেছেন তিনি৷ তার রূপে মুগ্ধ হয়ে নাকি বিশ্বের বিভিন্ন দেশের মানুষ ক্রোয়েশিয়ার নাগরিক হওয়ার আগ্রহও প্রকাশ করেছেন!
কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় সাড়া জাগিয়েছিল কয়েকটি ছবি৷ অন্যরকম পোশাক পরা অনিন্দ্য সুন্দরীর ছবি দেখে সবাই ‘শেয়ার’ করা শুরু করলেন৷ পত্রপত্রিকায় লেখা শুরু হয়ে গেল, প্রেসিডেন্ট হয়েও অন্যরকম পোশাক পরে সমুদ্র অবগাহন করেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট! 
অনেক পরে জানা যায়, ছবির সুন্দরীকে হুবহু কোলিন্ডা গ্রাবার-কিটারোভিচের দেখালেও তিনি আসলে ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট নন, অন্য এক তারকা! 
৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �