বৃহস্পতিবার, ২০ মে, ২০২১, ১২:০১:০৯

করোনায় মারা যাওয়া শত শত লাশে ভরে যাচ্ছে ভারতের গঙ্গা নদী

 করোনায় মারা যাওয়া শত শত লাশে ভরে যাচ্ছে ভারতের গঙ্গা নদী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে মাত্র কয়েকদিনেই সারি সারি লাশে ভরে উঠেছে হিন্দুদের সবচেয়ে পবিত্র নদী গঙ্গা। নদীতে ভাসমান কিংবা নদী তীরের বালিতে চাপা পড়া অবস্থায় পাওয়া যাচ্ছে শত শত লাশ।

উত্তর প্রদেশের এলাহাবাদে কয়েকদিন ধরে গঙ্গায় লাশ ভেসে আসছে। এগুলো করোনাভাইরাসে আক্রান্তদেরই মৃতদেহ বলে শঙ্কায় আছে স্থানীয়রা। স্থানীয় প্রশাসন থেকে ভাসমান লাশগুলো নদীর পাড়ে নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হচ্ছে বা কবর দেওয়া হচ্ছে।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে রীতিমত বিপর্যস্ত ভারত। বিশ্বের মধ্যে সেখানেই এখন দৈনিক সর্বোচ্চ রোগী শনাক্ত হচ্ছে। সরকারি হিসাবমতে, ভারতে মোট আক্রান্তের সংখ্যা আড়াই কোটি ছাড়িয়ে গেছে। মোট মৃত্যু দুই লাখ ৭৫ হাজারের বেশি। যদিও বিশেষজ্ঞদের ধারণা, সরকারি হিসাবের তুলনায় প্রকৃত মৃত্যু কয়েকগুণ বেশি।

দেশটিতে দৈনিক এত মানুষ মারা যাচ্ছে যে শ্মশানে বা কবরস্থানে মৃতদেহ সৎকারের জায়গা হচ্ছে না। গঙ্গা নদীতে যেসব মৃতদেহ ভেসে আসছে সেগুলোও হয়ত সরকারি হিসাবে অদেখা বা অজানাই থেকে যাচ্ছে।

উত্তর প্রদেশের যেসব জেলায় করোনাভাইরাস সংক্রমণের বিস্তার বেশি হয়েছে, সেসব জায়গার স্থানীয় সাংবাদিক, কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে গঙ্গা নদীতে এই বিপুল সংখ্যক লাশ ভেসে আসার কারণ জানতে পেরেছে বিবিসি।

বলা হচ্ছে, মহামারীতে ‍অল্প সময়ে অনেক বেশি মানুষের মৃত্যু এবং প্রাচীন বিশ্বাস ও  দারিদ্র্যের কারণে ‍অনেকেই স্বজনদের মৃতদেহ নদীতে ভাসিয়ে দিচ্ছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে