আন্তর্জাতিক ডেস্ক: ইরানি নেতারা অতীতেও এ ধরনের কথা বলেছিলেন। ইরানের সাবেক রাষ্ট্রপতি মাহমুদ আহমাদিনেজাদ ১০ বছর আগে বলেছিলেন, ‘জেরুসালেম দখলকারী ইসরাইলের সরকারকে অবশ্যই সময়ের পাতায় বিলুপ্ত হতে হবে।’ পশ্চিমা গণমাধ্যম এ সময় এটিকে ভুল অনুবাদ করে প্রকাশ করেছিল ‘ইসরাইলকে অবশ্যই মানচিত্র থেকে মুছে ফেলতে হবে।’ মূল উক্তিটি আসলে ছিল ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির।
২০১৬ সালে খামেনির ওয়েবসাইটে এটি আনুষ্ঠানিকভাবে পোস্ট করা হয় এবং ইরানের সেনাবাহিনী প্রধান মেজর জেনারেল আবদুল্লাহিম মৌসাভী ২০১৭ সালে এই কথার পুনরাবৃত্তি করেন। আর এখনকার ঘটনার পরিপ্রেক্ষিতে ইরানের সংবাদমাধ্যমগুলো মন্তব্য করছে ‘অবৈধ জায়নবাদী শাসনের পতনের লক্ষণ প্রকট হয়ে উঠেছে। ফিলিস্তিনের পক্ষে ক্ষমতার ভারসাম্য পরিবর্তনের আশান্বিত হবার ইঙ্গিত পাওয়া যাচ্ছে।’