শুক্রবার, ২১ মে, ২০২১, ০৪:২৪:৪২

ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ না জানিয়ে উল্টো ফিলিস্তিনিদের প্রতি নিন্দা জানাল ভারত

 ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ না জানিয়ে উল্টো ফিলিস্তিনিদের প্রতি নিন্দা জানাল ভারত

আন্তর্জাতিক ডেস্ক : নিরীহ ফিলিস্তিনিদের ওপর টানা ১১ দিন বোমাবর্ষণের মাধ্যমে দুই শতাধিক মানুষকে হত্যা করা ইসরায়েলের পক্ষে জাতিসংঘে সরব হয়েছে ভারত। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ না জানিয়ে উল্টো ফিলিস্তিনি প্রতিরোধযোদ্ধাদের পাল্টা রকেট ছোড়ার নিন্দা জানিয়েছে দেশটি।

গত ১০ মে ইসরায়েল প্রথমে গাজায় বিমান হামলা চালালেও জাতিসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি দাবি করেছেন, ফিলিস্তিনিরাই ইসরায়েলিদের দিকে আগে রকেট হামলা চালিয়েছে।

তিনি বলেছেন, আমরা গাজা থেকে ইসরায়েলে লাগাতার রকেট হামলার নিন্দা জানাই। এর ফলে বেশ কয়েকজন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ইসরায়েলের পাল্টা বিমান হামলায়ও প্রাণ গেছে অনেকের, সম্পত্তি নষ্ট হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে