শুক্রবার, ২১ মে, ২০২১, ০৪:৫৫:৪৫

হে আল্লাহ্, আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন: হামাস নেতা

হে আল্লাহ্, আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন: হামাস নেতা

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনিদের জীবনে এবার ঈদ ছিল না। ঈদের দিনেও হামলা চালিয়েছে ইসরাইল। যুদ্ধবিরতির পর ঈদ উৎসব করেছে ফিলিস্তিনিরা। মিসরের মধ্যস্থতায় ইসরাইল ও ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তির পর সর্বত্র বিজয় মিছিল হয়েছে। ১১ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর বৃহস্পতিবার দিবাগত রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের পরপরই গাজা, পূর্ব জেরুজালেমসহ ফিলিস্তিনের বিভিন্ন শহরের মানুষ রাস্তায় নেমে আসেন। এসময় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে নানা শ্লোগান নেন ফিলিস্তিনিরা। আতশবাজিতে আলোকিত হয়ে ওঠে শহরের আকাশ।

বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, হামাসের নেতারা বিজয় ভাষণ শুরু করেন ঈদের খুতবা দিয়ে। মঞ্চের সামনের দাঁড়িয়ে থাকা জনতা ঈদের তাকবীর দিতে শোনা যায়।

গাজা উপত্যকা হামাসের রাজনৈতিক শাখার দ্বিতীয় সর্বোচ্চ নেতা খলিল আল-হাইয়া তার ভাষণের শুরুতেই তাকবির দেন। ‘আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ’।

এরপর সমাবেত জনতার উদ্দেশে তিনি বলেন, ‘আজ আমাদের বিজয়ের ঈদ। হে রব, আপনার প্রতি কৃতজ্ঞতা জানাই, আপনি আমাদের শত্রুদের পরাজিত করে আমাদের জনগণকে বিজয় দিয়েছেন। আল কুদসকে বিজয়ী করেছেন, শেখ জাররাহকে বিজয়ী করেছেন, সব স্থানের জনগণকে বিজয় দান করেছেন।’

গত সপ্তাহে ঈদ উৎসব করতে না পারা গাজার অনেক বাসিন্দাকেই দেখা গেল স্থানীয় সময় বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে রাস্তায় নেমে এসে হামাস ও ইসরাইলের মধ্যে ১১ দিনের রক্তক্ষয়ী সংঘাত শেষে আসা যুদ্ধবিরতির ঘোষণায় উল্লাস প্রকাশ করতে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে