শুক্রবার, ২১ মে, ২০২১, ০৮:৫৬:২৬

যেকারণে মাহমুদ আব্বাসের পদত্যাগ চান ফিলিস্তিনিরা

 যেকারণে মাহমুদ আব্বাসের পদত্যাগ চান ফিলিস্তিনিরা

আন্তর্জাতিক ডেস্ক: অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরাইলের আগ্রাসনে ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের নিস্ক্রিয়তার অভিযোগ এনে তার পদত্যাগ দাবি করছেন ফিলিস্তিনিরা। শুক্রবার জেরুসালেমের মসজিদুল আকসাতে ফজরের নামাজে জমা হওয়া মুসল্লিরা মাহমুদ আব্বাসকে পদত্যাগ করার দাবি জানিয়ে স্লোগান দেন।

আলজাজিরার সাংবাদিক লিনা আল-সাফিন তার টুইটার একাউন্টে এমনই এক ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, মসজিদুল আকসায় জড়ো হওয়া মুসল্লিরা 'জনতা প্রেসিডেন্টের পদত্যাগ চায়' স্লোগান দিচ্ছে।

অধিকৃত জেরুসালেমের শেখ জাররাহ মহল্লা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইহুদি বসতি স্থাপনে গত ২৫ এপ্রিল ইসরাইলি আদালতের আদেশের জেরে ফিলিস্তিনিদের সাম্প্রতিক বিক্ষোভে পরপর কয়েক দফা মসজিদুল আকসায় হামলা চালায় ইসরাইলি বাহিনী। ৭ মে থেকে ১০ মে পর্যন্ত এই সকল হামলায় এক হাজারের বেশি ফিলিস্তিনি আহত হয়েছেন বলে জাতিসঙ্ঘের
মানবিক সাহায্য বিষয়ক দফতর ইউএনওসিএইএ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে