শুক্রবার, ২১ মে, ২০২১, ১০:৪৯:১৩

আল আকসা মসজিদ স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: হামাস নেতা ইসমাঈল হানিয়া

আল আকসা মসজিদ স্বাধীন না হওয়া পর্যন্ত লড়াই চলবে: হামাস নেতা ইসমাঈল হানিয়া

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক নেতা ইসমাঈল হানিয়া বলেছেন, পূর্ব জেরুজালেমে অবস্থিত আল আকসা মসজিদ স্বাধীন না হওয়া পর্যন্ত ইসরাইলের বিরুদ্ধে আমাদের লড়াই চলবেই। 

তিনি বলেন, গাজা যুদ্ধে ইসরাইলের পরাজয় ভবিষ্যতে বড় পরিণতির দিকে যাবে। জেরুজালেমই হলো লড়াইয়ের মূল কারণ। এ খবর জানিয়েছে ইসরাইলি সংবাদমাধ্যম হারের্টৎজ। 

খবরে বলা হয়, বৃহস্পতিবার ইসরাইল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। শুক্রবার রাত ২টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হয়। ইসরাইলি সংবাদমাধ্যম হারেজৎ জানায়,  ২০১৪ সালের পর এটিই ছিল সবচেয়ে বড় যুদ্ধ। মিসরের মধ্যস্থতায় এ যুদ্ধবিরতির পরও আল আকসা মসজিদে আজ মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরাইলি পুলিশ। 

ইসরাইলি হামলায় ২৪৩ জন ফিলিস্তিনি নিহত হন। আর হামাসের পাল্টা রকেট হামলায় ১২জন ইসরাইলি নিহত হন। বিগত কয়েক বছরের মধ্যে এটি সবচেয়ে বড় হতাহতের ঘটনা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে