শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ০৯:৫৮:৪৬

ভারতের রিপোর্ট পেয়ে তৎপর নওয়াজ শরিফ

ভারতের রিপোর্ট পেয়ে তৎপর নওয়াজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক : পাঠানকোটে বিমানীর ঘাঁটিতে যেই জঙ্গি হামলা হয়েছে তা নিয়ে ইতিমধ্যে ভারত পাকিস্তানের কাছে একটি রিপোর্ট পেশ করেছে। রিপোর্টটি পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের হাতে আসা মাত্রই তিনি অত্যান্ত তৎপরতার সাথে এ বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। পাঠানকোটে হামলা সংক্রান্ত ভারতের রিপোর্টটি হাতে পেয়েই তিনি উচ্চ পর্যায়ের একটি বৈঠক ডেকেছেন। পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নাসির খান জানজুয়া, পাকিস্তান সেনাপ্রধান সহ অনেকেই ছিলেন সেই বৈঠকে। সেখানেই সিদ্ধান্ত হয় ভারত যে তথ্যপ্রমাণ পাঠিয়েছে, তার ভিত্তিতে তদন্ত করা হবে। টাইমস অপ ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ খবর জানা যায়। প্রতিবেদনে জানা যায়, পাকিস্তানের গোয়েন্দা প্রাধন আফতাব সুলতানের হাতে ভারতের রিপোর্টটি তুলে দিয়ে, পরবর্তী পদক্ষেপের নির্দেশ দেয়া হয়েছে। বৈঠকে নওয়াজ শরিফ বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে প্রতিবেশী দেশের সঙ্গে সহযোগিতা করবে পাকিস্তান। পাশাপাশি ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়ার জন্য নাসির খান জানজুয়াকে নির্দেশ দিয়েছেন। ভারতের পাঠানকোটে জঙ্গি হামলা নিয়ে নয়াদিল্লি যে রিপোর্টটি দিয়েছেন তা যথেষ্ট নয় বলেও জানা যায়। এই রিপোর্টে কিছু টেলিফোন নাম্বার উল্লেখ করা হয়েছে। তবে এই বিষয়ে ইসলামাবাদ তদন্তের প্রয়োজনে আরও তথ্য চেয়ে রিপোর্টটি আবার ভারতে পাঠাতে পারে। প্রসঙ্গত, গতকালই ভারতের বিদেশ বিষয়ক মন্ত্রনালয়ের পক্ষ থেকে দু'দেশের বিদেশ বিষয়ক সচিব পর্যায়ের বৈঠক নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করে বলা হয়, বল এখন পাকিস্তানের কোর্টে। পাকিস্তানের কাছে পাঠানকোট হামলার বিষয় নিয়ে রিপোর্ট পাঠানো হয়েছে। এই রিপোর্ট নিয়ে পাকিস্তান কি করে, তার ওপরই সবকিছু নির্ভর করছে। ৮ জানুয়ারি, ২০১৬/এমটিনিউজ২৪/জহির/মো:জই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে