শুক্রবার, ০৮ জানুয়ারী, ২০১৬, ১০:০৩:২৫

প্রকাশ্যে কেঁদে ফেলার ঘটনায় বিস্মিত ওবামা

প্রকাশ্যে কেঁদে ফেলার ঘটনায় বিস্মিত ওবামা

আন্তর্জাতিক ডেস্ক : প্রকাশ্যে কেঁদে ফেলার ঘটনায় বিস্মিত মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছেন, প্রকাশ্যে কেঁদে ফেলার ঘটনায় তিনি নিজেও বিস্মিত! মঙ্গলবার বন্দুক ব্যবহার নিয়ন্ত্রণের ঘোষণা দেয়ার সময় অঝোরে কাঁদেন তিনি। স্মরণ করেন ২০১২ সালে বন্দুকধারীর হামলায় নিহত শিশুদের কথা। কান্নার বিষয়ে ওবামা সংবাদমাধ্যম সিএনএনকে বলেন, আমার মনে হয়, ওই মুহূর্তটির জন্য অনেকে অবাক হয়েছে। আমি আগেও বলেছি, সেই হত্যাকাণ্ড এখনো আমাকে তাড়িয়ে বেড়ায়। দিনটি ছিল আমার মেয়াদের সবচেয়ে খারাপ দিন। ২০১২ সালের ১৪ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের কানেকটিকাট অঙ্গরাজ্যের নিউটাউনের স্যান্ডি হুক এলিমেন্টারি স্কুলে গুলি চালায় ২০ বছরের যুবক অ্যাডাম ল্যাঞ্জা। তিনি একাই ২৬ জনকে গুলি করে হত্যা করে। ওই ঘটনায় যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়। আওয়াজ ওঠে যুক্তরাষ্ট্রে বন্দুকের ব্যবহার নিয়ন্ত্রণের। দেরিতে হলেও সে আওয়াজে কান পেতেছেন ওবামা। মঙ্গলবার বারাক ওবামা ঘোষণা দেন বন্দুক নিয়ন্ত্রণের। ৮ জানুয়ারি,২০১৫/এমটিনিউজ২৪/এমআর/এসএম

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে