সোমবার, ২৪ মে, ২০২১, ০৯:২৭:১১

ক্যাবল কার ছিড়ে ৫ ইসরায়েলিসহ ১৪ জনের মৃত্যু

ক্যাবল কার ছিড়ে ৫ ইসরায়েলিসহ ১৪ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির উত্তরাঞ্চলীয় ম্যাগিওর লেকের কাছে একটি ক্যাবল কার দুর্ঘটনায় ৫ ইসরায়েলিসহ কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। পিয়েডমন্ট অঞ্চলে রিসোর্ট শহর এসটেরেসা থেকে মোত্তারোনে পাহাড়ে যাত্রী বহন করার সময় ক্যাবল কার লাইন থেকে ছিড়ে পড়লে রোববার (২৩ মে) এই প্রাণহানির ঘটনা ঘটে।
স্থানীয় সরকারি কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, ক্যাবল কার দুর্ঘটনায় নিহত ১৪ জনের মধ্যে দুই শিশু রয়েছে। যাদের মধ্যে এক শিশুর বয়স পাঁচ আর অপর শিশুর বয়স নয়। ঘটনাস্থল থেকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করার পর শিশু দুটির মৃত্যু হয়।

স্থানীয় জরুরি বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, স্ট্রেসা শহর থেকে মোটারোন পাহাড়ি এলাকায় যাত্রী বহন করা হচ্ছিল। দেশটির জরুরি সেবা বিভাগ থেকে সামাজিক যোগাযোগের মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, লাইন থেকে ছিঁড়ে পাহাড়ে পড়া ক্যাবল কারটির ধ্বংসাবেশ বিচ্ছিন্ন অবস্থায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

ক্যাবল কারটি যখন দুর্ঘটনার কবলে পড়ে তখন সেখানে থাকা ১১ জন অবশ্য জীবিত উদ্ধার করেছে জরুরি সেবা বিভাগের কর্মীরা। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়। বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন ইতালির আল্পাইনে উদ্ধারকারী বিভাগের মুখপাত্র।

জেরুজালেমের এক মুখপাত্র জানিয়েছে, নিহতদের মধ্যে এক ইসরায়েলি দম্পতি ও তাদের এক সন্তান এবং ওই নারীর দাদা-দাদীর মৃত্যু নিশ্চিত হওয়া গেছে। এই ঘটনার কারণ এখনও অস্পষ্ট রয়েছে, তবে স্থানীয় প্রতিবেদনে দেখা গেছে যে বহনকারী ক্যাবল কার তারটি পর্বতের শীর্ষ থেকে প্রায় ৩০০ মিটার (৯৮৪ ফুট) উপরে ছিল। সূত্র : আলজাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে