সোমবার, ২৪ মে, ২০২১, ০৭:৫৭:৫০

“ইয়াস” মোকাবিলায় আমরা প্রস্তুত, ইতিমধ্যেই সেনা বাহিনী নামিয়েছি

 “ইয়াস” মোকাবিলায় আমরা প্রস্তুত, ইতিমধ্যেই সেনা বাহিনী নামিয়েছি

আন্তর্জাতিক ডেস্ক: “ইয়াস” সিভিয়ার সাইক্লোন (Yaas Severe Cyclone) ক্রমেই শক্তি আরও বাড়িয়ে বাংলার দিকে এগোচ্ছে। মৌসম ভবনের তথ্য অনুযায়ী, সোমবার দুপুর ১২টায় দিঘা থেকে ৬২০ কিলোমিটার দূরে অবস্থান করছে এই ঘূর্ণিঝড়। ইয়াস-এর প্রভাবে সোমবার বিকেল থেকেই রাজ্যের উপকূল এলাকায় ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে ঝড় বইবে বলে জানা গিয়েছে। ১৫৫ থেকে ১৬৫ কিলোমিটার প্রতি ঘন্টায় গতি নিয়ে “ইয়াস” সাগরদ্বীপ (Sagardeep) ও পারাদ্বীপের (Paradeep) মধ্যে আছড়ে পড়বে। এই ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৮৫ কিলোমিটার হতে পারে বলে জানানো হয়েছে।

এনডিআরএফ (NDRF) কমান্ডান্ট গুরমিন্দর সিং জানিয়েছেন, সাইক্লোন আমফানের (Super Cyclone Amphan) চাইতেও ইয়াস-এর মোকাবিলায় আমরা বেশি প্রস্তুত রয়েছি। আমরা বিরাট সংখ্যায় এনডিআরএফ , এসডিআরএফ এবং সেনা বাহিনী ইতিমধ্যেই নামিয়েছি। দক্ষিণ বঙ্গে ৩৩টি এনডিআরএফ টিম ও উত্তরবঙ্গে ৩৫টি এনডিআরএফ টিম নামানো হয়েছে। মোট ৯৯টি এনডিআরএফ টিম বিপর্যয় মোকাবিলার কাজ করার জন্য ওডিশা, পশ্চিমবঙ্গ, অন্ধ্র প্রদেশ, তামিল নাড়ু এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে কাজে লাগানো হয়েছে।

গত ৬ ঘণ্টা ধরে ঘণ্টায় ২ কিলোমিটার গতিবেগে এগোচ্ছে “ইয়াস”। ঘূর্ণিঝড় যত স্থলভাগের দিকে এগোবে তত তার গতিবেগ বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এই মুহূর্তে ১৬ ডিগ্রি ৪ মিনিট উত্তর অক্ষাংশ ও ৮৯ ডিগ্রি ৬ মিনিট পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছে। এই মুহূর্তে আন্দামানের পোর্ট প্লেয়ার থেকে ৬২০ কিলোমিটার উত্তরে উত্তর-পশ্চিম, ওড়িশার পারাদ্বীপ থেকে ৫৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ৬৩০ কিলোমিটার দক্ষিণ দক্ষিণ-পূর্ব ও পশ্চিমবঙ্গের দিঘা থেকে ৬২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছে ইয়াস। এমনটাই জানিয়েছে লালপুর আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর সূত্রে জানানো মঙ্গলবার রাতের মধ্যে ইয়াস শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে । বুধবার সকালের মধ্যে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে পশ্চিমবঙ্গ ও ওড়িশার স্থলভাগের কাছে পৌঁছনোর কথা ইয়াস-এর। তার পর বুধবার সন্ধ্যায় অতি শক্তিশালী ঘূর্ণিঝড় রূপে ইয়াস ওড়িশার পারাদ্বীপ ও পশ্চিমবঙ্গের সাগরের মধ্যে দিয়ে অতিক্রম করবে বলেই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর।-কলকাতা২৪×৭

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে