বুধবার, ২৬ মে, ২০২১, ১২:৪৪:২৯

সেই ফ্লাইটে বোমা রাখার বিষয়ে যা বলল হামাস

সেই ফ্লাইটে বোমা রাখার বিষয়ে যা বলল হামাস

লিথুনিয়গামী রায়ানএয়ারের একটি ফ্লাইটকে যুদ্ধবিমান পাঠিয়ে মিনস্কে নামতে বাধ্য করে বেলারুশ। পরে সেই ফ্লাইট থেকে ভিন্নমতাবলম্বী সাংবাদিক রোমান প্রোতেসেভিচকে আটক করে দেশটির কর্তৃপক্ষ। 

এ ঘটনায় আন্তর্জাতিক চাপের মুখে হামাসের ওপর দোষ চাপিয়ে দিয়েছে বেলারুশ কর্তৃপক্ষ। তারা বলছে, তারা হুমকি পেয়েছিল যে, হামাস ফ্লাইটটিতে বোমা রেখেছিল ইসরাইলে হামলার জন্য। 

তবে এ অভিযোগ অস্বীকার করেছে হামাস।  এক টুইটে হামাসের জ্যেষ্ঠ নেতা মুসা আবু মারজুক বলেন, বেলারুশের পরিবহনমন্ত্রীর এমন অভিযোগ ভিত্তিহীন ও অযৌক্তিক।তিনি বলেন, হামাস গঠনের শুরু থেকেই বিশেষভাবে ইসরাইলের দখলদারিত্বে বিরুদ্ধে যুদ্ধ করছে। 

গত রোববার লিথুনিয়ার পথে থাকা ফ্লাইটটিকে যুদ্ধবিমান পাঠিয়ে মিনস্কে নামাতে বাধ্য করে বেলারুশ।  এ ঘটনায় তারা দাবি করছে, বিমানটিতে বোমা রাখা ছিল। তবে মিনস্কের বিমানবন্দরে ফ্লাইটটি তল্লাশির পর কোনো বোমা খুঁজে পাওয়া যায়নি। 

এমন ঘটনায় ‘স্তম্ভিত’ পশ্চিমা দেশগুলো বেলারুশের ওপর নতুন করে আরও নিষেধাজ্ঞা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। সূত্র: ইয়েনি শাফাক।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে