বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ০৩:১৯:৪০

৭৩ কোটি টাকার লটারি জিতলেন রাস্তায় কুড়িয়ে পাওয়া টিকিটে!

 ৭৩ কোটি টাকার লটারি জিতলেন রাস্তায় কুড়িয়ে পাওয়া টিকিটে!

আন্তর্জাতিক ডেস্ক: অবজ্ঞা ভরে হাতের লক্ষ্মী পায়ে ঠেলে দিয়েছিলেন। কিন্তু কপাল খুলে গেল এক ভারতীয়ের কল্যাণে। রাতারাতি ৭৩ কোটি টাকার মালকিন হয়ে গেলেন আমেরিকার এক তরুণী।

আমেরিকার ম্যাসাচুসেটসের সাউথউইকের ঘটনা। সেখানে ‘লাকি স্পট স্টোর’ নামে একটি লটারির দোকান চালান প্রবাসী ভারতীয় মণীশ শাহ এবং তাঁর স্ত্রী অরুণা। মার্চ মাসে তাঁর দোকান থেকে হাজার টাকা দিয়ে ‘স্ক্র্যাচ কার্ড’ লটারির টিকিট কেনেন লিজ রোজ ফিয়েগা নামের এক তরুণী। কিন্তু উৎসাহ ভরে টিকিট কিনলেও, ‘স্ক্র্যাচ কার্ড’-এর নম্বর দেখে আহামরি কিছু মনে হয়নি তাঁর। তাই সেটি ফেলে দেন তিনি।

এর ১০ দিন দোকানে জমে থাকা আবর্জনা থেকে মণীশের ছেলে অভি সেটি কুড়িয়ে পান। তিনি দেখেন, ‘স্ক্র্যাচ কার্ড’টি সে ভাবে ঘষা হয়নি, তাই রূপোলি রঙের পিছনে আরও কয়েকটা নম্বর ঢাকা পড়ে গিয়েছে। ভাল করে ঘষতেই দেখা যায়, ওই টিকিটে ১০ লক্ষ ডলার পুরস্কার রয়েছে, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৭৩ কোটি টাকা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে