বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ০৩:৩৪:৩৯

এবার ইসরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দিলো না সৌদি আরব

এবার ইসরাইলি বিমানকে আকাশসীমা ব্যবহার করতে দিলো না সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক: এবার সৌদি আকাশসীমা ব্যবহার করার অনুমতি না পাওয়ায় একটি ইসরাইলি বিমানের দুবাই যাত্রা বাতিল করা হয়েছে। ইসরাইলি মিডিয়ার বরাত দিয়ে এ খবর জানিয়েছে ইয়েনি সাফাক।

ইসরাইলি আর্মি রেডিও জানায়, সৌদি অনুমোদনের জন্য যাত্রীরা ১০ ঘণ্টা ধরে তেল আবিবের কাছাকাছি অবস্থিত বেন গুরিয়ান বিমানবন্দরে অপেক্ষা করে। তারপর ফ্লাইটটি বাতিল করা হয়।

সৌদি আরব কেন ইসরাইলি বিমানকে তাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়নি, তা স্পষ্ট নয়। রিয়াদ গত নভেম্বর থেকে দুবাই যাওয়ার জন্য তার আকাশসীমা ব্যবহার করার অনুমতি দিয়ে আসছিল। গত ডিসেম্বরে ইসরাইল ঘোষণা করে যে ইসরাইল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দৈনিক দুটি করে ফ্লাইট চলবে। এর একটি হবে ইসরাইলি ক্যারিয়ার।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে