বৃহস্পতিবার, ২৭ মে, ২০২১, ০৮:১০:০১

এবার ইসরায়েলির প্রতি জার্মানির হুশিয়ারি

এবার ইসরায়েলির প্রতি জার্মানির হুশিয়ারি

জার্মান সরকার বুধবার ফিলিস্তিনি-পরিচালিত এলাকাগুলো ও অধিকৃত জেরুসালেমে চলমান ইসরাইলি বসতি সম্প্রসারণের সমালোচনা করে বলেছে, এটি দ্বিরাষ্ট্রিক সমাধানের পথে বাধা। বার্লিনে নিয়মিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফার বার্গার বলেন, ইসরাইলি বসতি স্থাপন আন্তর্জাতিক আইনের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি হুশিয়ারি দিয়ে আরো বলেন, ইসরাইলি বসতি স্থাপন দ্বিরাষ্ট্রিক সমাধানের পথে একটি বাধা। ঐতিহ্যগতভাবে ইসরাইলের কট্টর মিত্র জার্মানি অনেকবারই ইসরাইলের বসতি নির্মাণের তীব্র সমালোচনা করে আসছে। তাদেরমতে, এটি তথাকথিত মধ্যপ্রাচ্য শান্তিপ্রক্রিয়াকে আরো জটিল করে তুলবে।

বার্লিন অব্যাহতভাবে বলে আসছে যে তারা যুক্তরাষ্ট্র ও অন্য ইউরোপিয়ান ইউনিয়ন অংশীদারদের সাথে মিলে ইসরাইলি-ফিলিস্তিনি সমস্যার একটি পারস্পরিক গ্রহণযোগ্য সমাধানের চেষ্টা করছে।

১৯৬৭ সালের পর থেকে প্রায় ছয় লাখ ৫০ হাজার ইসরাইলি ইহুদি ১৩০টির বেশি বসতিতে বসবাস করছে। ফিলিস্তিনিরা ভবিষ্যতের ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য এসব ভূখণ্ড ও সেইসাথে গাজা উপত্যকা দাবি করছে। আন্তর্জাতিক আইনে পশ্চিম তীর ও পূর্ব জেরুসালেম অধিকৃত এলাকা হিসেবে স্বীকৃত। এসব এলাকায় ইহুদি বসতি স্থাপনকে অবৈধ কাজ হিসেবে অভিহিত করা হয়। সূত্র : আল জাজিরা

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে