শনিবার, ২৯ মে, ২০২১, ১০:১১:২৬

করোনা নিয়ে আরও ভয়ংকর তথ্য দিল ভিয়েতনাম

করোনা নিয়ে আরও ভয়ংকর তথ্য দিল ভিয়েতনাম

ভিয়েতনামে করোনাভাইরাসের একটি নতুন ধরণ শনাক্ত করা হয়েছে; যা ভারতে এবং যুক্তরাজ্যে শনাক্ত হওয়া ভাইরাসের ধরন দুটির হাইব্রিড বা মিশ্রণ বলে শনিবার জানান দেশটির স্বাস্থ্যমন্ত্রী নগুয়েন থানহ লং। নতুন ওই ধরণটি বাতাসে দ্রুত ছড়ায়।

করোনার ভারতীয় এবং ব্রিটিশ ধরনের সমন্বয়ে হাইব্রিড ভাইরাসের সন্ধান পাওয়ার দাবি করেছে ভিয়েতনাম। দেশটির স্বাস্থ্য বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শনিবার (২৯ মে) ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন এই হাইব্রিড ভ্যারিয়েন্ট বায়ুবাহিত এবং খুব দ্রুত ছড়াতে সক্ষম। একই সঙ্গে এই ধরনটি অতিমাত্রায় ভয়ানক বলে সতর্ক করেছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে এখন পর্যন্ত করোনার নতুন এই ধরনের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানায়নি কর্তৃপক্ষ। এদিকে, করোনার হাইব্রিড ভ্যারিয়েন্টের বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

গত এপ্রিলের শেষের দিকে দেশটির ৩১টি শহর ও প্রদেশে প্রায় তিন হাজার ৬০০ মানুষ সংক্রমিত হয়েছেন, যা দেশের মোট সংক্রমণের অর্ধেকেরও বেশি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে