রবিবার, ৩০ মে, ২০২১, ০৪:২৩:২২

ইসলাম নিয়ে মানচিত্র প্রকাশের দায়ে অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলা করবে মুসলমানরা

ইসলাম নিয়ে মানচিত্র প্রকাশের দায়ে অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলা করবে মুসলমানরা

আন্তর্জাতিক ডেস্ক: এবার ইসলাম নিয়ে মানচিত্র প্রকাশের দায়ে অস্ট্রিয়া সরকারের বিরুদ্ধে মামলা করতে চায় দেশটির শীর্ষস্থানীয় একটি মুসলিম দল। এ ঘটনায় দেশটির চ্যান্সেলর সেবাস্তিয়ান কুর্জের সমালোচনাও করেছে মুসলমানরা। খবর আল-জাজিরার।

স্থানীয়দের অভিযোগ, অস্ট্রিয়া সরকার রাজনৈতিক কারণে মুসলমানদের এলাকা, এলাকার নাম, মসজিদ ও সংগঠনগুলোর আলাদাভাবে একটি মানচিত্রের মাধ্যমে প্রকাশ করেছে। মুসলমানদের এভাবে আলাদা করে একটি সীমানার মধ্যে আবদ্ধ ও চিহ্নিত করা হচ্ছে।

এদিকে গত বৃহস্পতিবার (২৭ মে) একটি ওয়েবসাইটে ন্যাশনাল ম্যাপ অব ইসলাম নামে মানচিত্রটি প্রকাশিত হয়। সেখানে মুসলমান-অধ্যুষিত এলাকার নাম, ৬২০টি মসজিদ, সংগঠন ও বিভিন্ন কার্যালয় চিহ্নিত করা হয়েছে। 

অস্ট্রিয়াতে ইসলামিক ধর্মীয় সম্প্রদায়ের গোষ্ঠীর (আইজিজিওই) দাবি, মুসলমানদের ‘সমাজ ও গণতন্ত্রের জন্য বিপজ্জনক’ হিসেবে উপস্থাপন করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে দেশটির সরকার বলছে, মুসলমানদের সন্দেহ ও একঘরে করে রাখার জন্য এ মানচিত্র তৈরি হয়নি। এই মানচিত্রকে ‘রাজনৈতিক’ বলা হচ্ছে। এটি রাজনৈতিক আদর্শ চিহ্নিত করেই আলাদা করা হয়েছে। ধর্মের উদ্দেশ্যে নয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে