রবিবার, ৩০ মে, ২০২১, ০৮:১৮:০৫

ভয়াবহ দৃশ্য, নদীতে ছুড়ে ফেলা হচ্ছে করোনায় মৃতদের লাশ!

ভয়াবহ দৃশ্য, নদীতে ছুড়ে ফেলা হচ্ছে করোনায় মৃতদের লাশ!

ভারতরে উত্তরপ্রদেশ ও বিহারে গঙ্গায় করোনায় মৃতের লাশ ভেসে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। আর এটি নিয়ে ভারতজুড়ে ব্যাপক আলোচনা সমালোচনা হয়। এবার আরও একটি ভয়াবহ দৃশ্য ধরা পড়েছে যোগীরাজ্যে। ভারতের এক নদীতে ছুড়ে ফেলা হচ্ছে এক করোনায় মৃতের দেহ। আর এটি ঘটে গত শুক্রবার ভারতের উত্তরপ্রদেশের বলরামপুর জেলায়। 

এতে প্রকাশ্যে আসা ভিডিওতে দেখা গিয়েছে, সেতু থেকে রাপ্তী নদীতে একটি মরদেহ ছুঁড়ে ফেলছেন দুই ব্যক্তি। এদের মধ্যে একজন পিপিই কিট পরিহিত। ওই সেতু দিয়ে যাওয়ার সময়ে দুই ব্যক্তি গোটা ঘটনা ক্যামেরাবন্দি করেন। তার পরই ওই ভিডিও প্রকাশ্যে আসে।

আর উক্ত ব্যাক্তি যে কোভিড আক্রান্তেরই, তা পরে নিশ্চিত করেন বলরামপুরের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা। আর প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ২৫ মে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল ওই করোনা রোগীকে। গত ২৮ মে তার মৃত্যু হয়।

প্রশ্ন করা হলে মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা বিবি সিংহ বলেন, অভিযুক্ত পরিবারের সদস্যের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আর এই খবরে আরও বলা হয়, মাসখানেক আগেই উত্তরপ্রদেশ এবং বিহারে গঙ্গা থেকে করোনায় মৃত্যুবরণকারী অনেকের লাশ উদ্ধার হয়েছিল। বক্সারে গঙ্গার পাড় থেকে ৭১টি লাশ মিলেছিল।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে