দেখামাত্র ইহুদিদের ওপর হামলার ঘোষণা আইএস খলিফা বাগদাদির
আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেট (আইএস) 'খলিফা' আবু বকর আল-বাগদাদি বলেছেন, ‘যেখানেই ইহুদি থাকবে সেখানেই হামলা হবে।’ শুক্রবার ইন্টারনেটে দেওয়া বিবৃতিতে এ ঘোষণা দেন তিনি। বৃহস্পতিবার মিশরের রাজধানী কায়রোর একটি হোটেলের সামনে ইহুদি পর্যটক বহনকারী একটি বাসে বন্দুকধারীদের হামলার দায় স্বীকার করে ওই বিবৃতি দেয়া হয়।
মিশরের নিরাপত্তা সূত্র জানায়, ‘হামলায় আক্রান্ত সবাই ছিলেন ইসরাইলি আরব এবং এতে কেউ হতাহত হয়নি।’
মিশরের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘হামলাটি নিরাপত্তা বাহিনীকে উদ্দেশ্য করে চালানো হয়েছিল। এক ব্যক্তি হালকা অস্ত্র নিয়ে ওই হামলা চালায় এবং পরে তাকে গ্রেপ্তার করা হয়।’ আলজাজিরা জানিয়েছে, এই প্রথমবারের মত আইএস প্রধান আবু বকর আল-বাগদাদির পক্ষ থেকে সরাসরি ইহুদিদেরকে হুমকি দিয়ে এরকম কোনো বার্তা আসল।
০৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
�