শুক্রবার, ০৪ জুন, ২০২১, ০৪:০৯:৩২

করোনার টিকা নিলে বন্দুকসহ অর্থপুরস্কার যে দেশে

করোনার টিকা নিলে বন্দুকসহ অর্থপুরস্কার যে দেশে

করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা নিলে লটারির মাধ্যমে পিকআপ ট্রাক, শিকারের জন্য নিবন্ধন ও বন্দুক দিচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট ভার্জিনিয়া অঙ্গরাজ্যের সরকার। টিকা নিতে জনগণকে উদ্ধুদ্ধ করতে এই উদ্যোগ নিয়েছে অঙ্গরাজ্যটি। মাত্র এক ডোজ টিকা নিয়ে নিবন্ধন করলেই অর্থপুরস্কার ছাড়া রাইফেল ও শটগান দেওয়া হবে।

২০ জুন থেকে ৪ আগস্ট পর্যন্ত যারাই টিকা নেবেন, তাদের মধ্য থেকে লটারি করে পুরস্কার দেওয়া হবে। প্রতি সপ্তাহে এই লটারি হবে।

১০ লাখ মার্কিন ডলারের আর্থিক পুরস্কারের ব্যবস্থাও করেছে ওয়েস্ট ভার্জিনিয়া সরকার। দুই ডোজ টিকা নেওয়া হয়ে গেলে ১৬ থেকে ৩৫ বছর বয়সীদের প্রত্যেককেই ১০০ ডলারের বন্ড বা গিফট কার্ড দেবে এই অঙ্গরাজ্য সরকার।
এর আগে  যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য জনগণকে টিকা দিতে উৎসাহিত করতে মিলিয়ন ডলারের লটারি, শিক্ষাবৃত্তি, বিনামূল্যে বিয়ার বিতরণ করেছে। সূত্র: হাফপোস্ট, স্কাই নিউজ

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে