শুক্রবার, ০৪ জুন, ২০২১, ১০:২৯:৪৩

সারিবদ্ধ ভাবে সহায়তার গাড়ী ঢুকছে গাজায়

সারিবদ্ধ ভাবে সহায়তার গাড়ী ঢুকছে গাজায়

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি হামলায় গাজায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো পুননির্মাণ করতে নির্মাণ সামগ্রী ও প্রকৌশলী পাঠিয়েছে মিসর। মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসির এক আদেশের পর এই সহায়তা পাঠানো হয়।

আজ শুক্রবার মিসরের রাষ্ট্রীয় টেলিভিশনের খবরে দেখানো হয়, গাজা উপত্যকায় যাওয়ার জন্য মিসরের পতাকাবাহিত কয়েক ডজন বুলডোজার, ক্রেন ও ট্রাক সারিবদ্ধ ভাবে সীমান্তে দাঁড়িয়ে আছে।

এদিকে গাজার রাফাহ সীমান্তে ফিলিস্তিনিরা নির্মাণ সামগ্রীর এই বহরকে স্বাগত জানানোর জন্য রাস্তার পাশে ভীড় জমায়। ফিলিস্তিনের এক সীমান্ত কর্মকর্তা জানান, ৫০টি যান মিসর থেকে ফিলিস্তিনে প্রবেশ করেছে।

গত ১০ মে গাজায় হামলা চালানো শুরু করে ইসরায়েল। জবাবে গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র গোষ্ঠী হামাসও রকেট হামলা চালায়। ইসরায়েলি বোমা হামলায় আড়াইশ’রও বেশি ফিলিস্তিনি নিহত হন যাদের মধ্যে বেশ কিছু শিশুও রয়েছে। আর হামাসের হামলায় নিহত হন ১৩ ইসরায়েলি। টানা ১১ দিন সংঘর্ষের পর দুই পক্ষের সম্মতির ভিত্তিতে যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুদ্ধবিরতিতে মিসর গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া গাজা পুননির্মানের জন্য ৫০ কোটি ডলার অর্থ সহায়তা প্রদানের ঘোষণাও দেয় দেশটি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে