মহানবী (সা.) এর ‘পায়ের ছাপ’ চুরি
                                        
                                
                            
                            
                            
                                
                                
 
 
                     
                                 
                                 
                                 
                                  
                
                
                                
                          
                                        
                                         
                                                                                    
                                                                             
                                            
                                        
                                        
                                       
                                        
                                             
                                           
                                                                                 
                                                                                
                                                                                 
                                                                                
                                                                                  
                                             
                                             
                                                                                    
                                                                                 
                                     
   
                                             
     
                      
                                     
                                    
                                  আন্তর্জাতিক ডেস্ক : চুরি হয়ে গেছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)- এর ১৪০০ বছরের অধিক পুরানো ‘পায়ের ছাপ’। একটি পাথরে মহানবীর ওই পদচিহ্ন ছিলো। বৃহস্পতিবার ভারতের বিহারের ঐতিহ্যবাহী পীর-দামারিয়া মসজিদে বার্ষিক ওরস মাহফিল চলার সময়ে এই চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম দ্য স্টেটসম্যান ও এশিয়া নিউজ নেটওয়ার্ক।
মসজিদ পরিচালনা কমিটির সূত্রে জানা গেছে, মোগল আমলে আরব থেকে ওই মসজিদে মহানবীর (স.) পদচিহ্নটি আনা হয়। ৪০০ বছর আগে আনা মহানবীর (স.) পবিত্র পদচিহ্নযুক্ত পাথরটি পীরদামারিয়া মসজিদে জনগণের দর্শনের জন্য রাখা ছিল। ওরস মাহফিল চলাকালে চোরেরা সুযোগ বুঝে মহামূল্য নিদর্শনটি চুরি করে পালিয়ে যায়।
স্থানীয় পুলিশ কর্মকর্তা মনু মহারাজ জানিয়েছেন, চুরির ঘটনাটি জনগণের মধ্যে জানাজানি হলে তারা ক্ষোভে ফেটে পড়ে। মূল্যবান ওই পদচিহ্নটি উদ্ধারে একটি বিশেষ তদন্ত দল গঠন করেছে পুলিশ।’
আন্তজার্তিক বাজারের ঐতিহাসিক বস্তুর চাহিদা থাকায় ভারতের বিভিন্ন মন্দির-মসজিদ থেকে মূল্যবান বস্তু চুরির ঘটনা বেড়েছে বলে খবরে প্রকাশ। সূত্র: চ্যানেল আই
০৯ জানুয়ারি ২০১৬/এমটিনিউজ২৪/সৈকত/এমএস
                                          
                                             
                                            
                                                 
               
     
     
    
    
    
 
    
    
 
                                          
                                             �