রবিবার, ০৬ জুন, ২০২১, ০৫:৫৮:১৪

বিরল এক সতর্কতা জারি, সহিংসতা ছড়িয়ে পড়তে পারে পুরো ইসরায়েলে!

বিরল এক সতর্কতা জারি, সহিংসতা ছড়িয়ে পড়তে পারে পুরো ইসরায়েলে!

হামাসের সাথে বলা চলে বাধ্য হয়ে যুদ্ধ বিরতিতে গেছে ইসরায়েল। এদিকে ইসরায়েলে অবসান হচ্ছে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনামল। ক্ষমতার পালাবদল সামনে রেখে দেশটিতে সহিংসতার আশঙ্কা প্রকাশ করে বিরল এক সতর্কতা জারি করেছে অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা। 

প্রাপ্ত তথ্যে সিন বেট নিরাপত্তা বাহিনীর প্রধান নাদাভ আরগামান কোনও নাম উল্লেখ না করে শনিবার এক বিবৃতিতে বলেন, ‘সম্প্রতি আমরা অতিসহিংস ও উসকানিমূলক পরিস্থিতি তৈরির লক্ষণ দেখতে পেয়েছি, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এদিকে ‘এ প্রবণতা নির্দিষ্ট কিছু গোষ্ঠী বা ব্যক্তিকে এমনভাবে প্রভাবিত করতে পারে যে তারা সহিংস হয়ে উঠতে পারে এবং বেআইনি কিছু করে বসতে পারে, যা হয়ত শারীরিক হামলা পর্যন্ত গড়াতে পারে।’ খবর রয়টার্সের

ইসরায়েলের পার্লামেন্টে এ সপ্তাহেই নতুন সরকার গঠিত হতে পারে, যার মধ্য দিয়ে আবসান হতে পারে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের, যিনি রেকর্ড এক যুগ ধরে ক্ষমতায়।

অপরদিকে ডানপন্থিরা লাপিদের সমর্থকদের বাসার সামনে বিক্ষোভ করেছে, যাতে তারা সরকারে যোগদান থেকে বিরত থাকেন। এ পরিস্থিতিতে উসকানিমূলক বক্তব্য ও পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকতে রাজনৈতিক ও ধর্মীয় নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন আরগামান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে