মঙ্গলবার, ০৮ জুন, ২০২১, ০২:৩৪:৫০

‘কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করবে ইরান’

‘কয়েক সপ্তাহের মধ্যে পরমাণু বোমা তৈরি করবে ইরান’

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমা বিশ্বকে সতর্ক করে দিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছেন, যদি ইউরেনিয়াম সমৃদ্ধির রাশ টেনে ধরা না যায়, তবে ‘কয়েক সপ্তাহের মধ্যে’ ইরান পারমাণবিক বোমা বানিয়ে ফেলতে পারে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, সোমবার (০৭ জুন) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন এ সতর্কবার্তা দেন। 

অ্যান্থনি ব্লিঙ্কেন বলেন, চুক্তিতে ফেরার জন্য যা যা করা দরকার তা করতে ইরান প্রস্তুত কিনা তা এখনও অস্পষ্ট। ইতোমধ্যে দেশটির পরমাণু কর্মসূচি দ্রুত এগিয়ে চলছে। যদি এখনই রাশ টেনে ধরা না যায়, আর এভাবে চলতে থাকলে কয়েক সপ্তাহের মধ্যে তারা পরমাণু অস্ত্র তৈরি করতে সক্ষম হবে।'

ভিয়েনায় পরমাণু চুক্তি নিয়ে ইরানের সঙ্গে বাকি অংশের প্রতিনিধীদের আলোচনা করছে। এরই মধ্যে পঞ্চম দফার আলোচনার পরও কোনো ধরনের সমাধান মেলেনি। এখন উভয়পক্ষ ষষ্ঠ দফার আলোচনার অপেক্ষা করছে। এরই মধ্যে ১৮ জুন  ইরানের প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে । এক্ষেত্রে  ভোটে জিতে কট্টর কেউ ইরানের প্রেসিডেন্ট হলে পরিস্থিতি আরও ঘোলাটে হতে পারে বলে আশঙ্কা করছে বিশ্ব রাজনৈতিক বিশেষজ্ঞরা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে