মঙ্গলবার, ০৮ জুন, ২০২১, ০৭:৫৩:৫৭

কানাডায় মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নিন্দা জানাই: ইমরান খান

কানাডায় মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় নিন্দা জানাই: ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক: কানাডার ওন্টারিওতে বৃদ্ধ, নারী-শিশুসহ এক মুসলিম পরিবারের চার সদস্যকে নির্মমভাবে গাড়িচাপা দিয়ে হত্যার ঘটনায় ওই পরিবারের ৫ সদস্যের মধ্যে ৪ জনই নিহত হয়েছে। নিহতরা পাকিস্তানি বংশোদ্ভূত কানাডীয় নাগরিক। নিহতদের মধ্যে দুই নারী, এক কিশোরী এবং একজন মধ্যবয়স্ক। এই ঘটনায় নিন্দা জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

এই হত্যাকাণ্ডকে সন্ত্রাসবাদী কর্মকাণ্ড বলে উল্লেখ করে ইমরান খান বলেছেন, তিনি এই ঘটনায় খুবই আহত হয়েছেন, জানিয়েছেন নিন্দ। পশ্চিমা দেশগুলোতে ক্রমাগত ইসলামভীতি বেড়ে যাওয়ার ঘটনায় তিনি আন্তর্জাতিক সম্প্রদায়কে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলাকারী গাড়িচালককে ইতোমধ্যেই গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার ২০ বছর বয়সী ন্যাথানিয়েল ভেল্টম্যানের বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও একটি হত্যাচেষ্টার মামলায় অভিযোগ আনা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে