বৃহস্পতিবার, ১০ জুন, ২০২১, ০৬:৪৮:৫৬

ইসরায়েলের জঙ্গিবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা, অবশেষে স্বীকারোক্তি

ইসরায়েলের জঙ্গিবিমান লক্ষ্য করে হামাসের ক্ষেপণাস্ত্র হামলা, অবশেষে স্বীকারোক্তি

সাম্প্রতিক গাজা যুদ্ধের সময় হামাস ইসরায়েলের একটি জঙ্গিবিমান ভূপাতিত করার চেষ্টা করেছে বলে জানিয়েছেন দখলদার ইসরায়েলের বিমান বাহিনীর প্রধান জেনারেল আমিকাম নুরকিন। তিনি বলেছেন, হামাস জঙ্গিবিমান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়েছিল কিন্তু তা বিমানে আঘাত হানেনি।

ইসরায়েলের টিভি চ্যানেল-টুয়েলভকে দেওয়া সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। আমিকাম নুরকিন আরও বলেন, ইসরায়েলের সামরিক বিমান বন্দরগুলো এখন মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে কারণ এগুলো এখন হামাসের ক্ষেপণাস্ত্রের আওতায় চলে এসেছে। হামাসের ক্ষেপণাস্ত্রগুলোর যে পাল্লা তাতে সেগুলো সামরিক বিমান বন্দরগুলো পর্যন্ত সহজে পৌঁছাতে পারবে।

গাজা যুদ্ধে ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রামীদের সুসংহত অবস্থান স্পষ্ট হয়েছে বলেও তিনি স্বীকার করেছেন। গত মাসে গাজা যুদ্ধ শুরু হলে ইসরায়েলি বাহিনী সেখানকার বেসামরিক ভবন ও ঘরবাড়িতে ব্যাপক বিমান হামলা চালায়। এ সময় ফিলিস্তিনিদের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয় ইসরাইল। সূত্র : পার্সটুডে

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে