শুক্রবার, ১১ জুন, ২০২১, ১২:৪৬:৩০

ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে থাপ্পড় মারার কারণ জানোলেন সেই যুবক

ফরাসি প্রেসিডেন্ট ম্যাঁক্রোকে থাপ্পড় মারার কারণ জানোলেন সেই যুবক

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোকে থা'প্পড় দেওয়া সেই যুবককে চার মাসের কারাদ'ণ্ড দেওয়া হয়েছে। আবেগতাড়িত হয়ে চড় মা'রার দাবি করেছেন ড্যামিয়েন টারেল নামের ওই যুবক। তবে বৃহস্পতিবার (১০ জুন) কৌঁসুলিরা বলেন, ‘এটি ছিল ইচ্ছাকৃত সহিং'সতা।’

পুলিশ জানিয়েছে, মধ্যযু'গীয় যু'দ্ধবিগ্রহ, তলো'য়ারবাজি ও মার্শাল আটর্স নিয়ে ওই যুবকের কৌতূহল দেখা গেছে। এছাড়াও তিনি উ'গ্রবা'দী রাজনৈতিক ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাবার। সরকারবিরো'ধী ইয়েলো ভেস্ট আন্দো'লনেও জ'ড়িত ছিলেন তিনি।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি ও রয়টার্স এমন খবর দিয়েছে। এই হাম'লাকে হালকা করে দেখছেন না প্রেসিডেন্ট ম্যাঁক্রো। কিন্তু সাজা যাতে সমানুপাতিক হয়, সে দিকে জো'র দিয়েছেন তিনি।

জনগণের মতামত বুঝতে সফরে বের হওয়া ম্যাঁক্রো মঙ্গলবার লোহার বেড়ার পাশে অপেক্ষারত দর্শকদের সঙ্গে কুশল বিনিময় করার সময় ওই যুবক তাকে থা'প্পড় দেন। 

রয়টার্স জানিয়েছে, টারেলকে ১৮ মাসের সা'জা দিয়ে তার থেকে ১৪ মাস বাতিল করে দিয়েছে আদালত। এখন তাকে চার মাস কারাগারে থাকতে হবে।

ওই যুবক বলেন, দক্ষিণাঞ্চলীয় ফ্রান্সে ম্যাঁক্রোর সফরের কয়েকদিন আগে তার ওপর ডিম কিংবা ক্রিম কেক নিক্ষে'প করার কথা ভেবেছিলেন। কিন্তু থাপ্প'ড় দেওয়ার বিষয়টি পূর্বপরিক'ল্পিত ছিল না।
আদালতকে তিনি বলেন, আমি মনে করি, আমাদের দেশের অবক্ষ'য়ের পরিচ্ছ'ন্নভাবে নেতৃত্ব দিয়েছেন ম্যাক্রোঁ।

ভ্যা'লে'ন্সের আদালতে উপস্থিতি হওয়ার সময় সবুজ রঙের টি-শার্ট পরনে ছিল টারেলের। চড় মা'রার সময়ও তিনি একই টি-শার্ট পরে ছিলেন।

টারেল বলেন, যখন তাকে আমি বন্ধুত্বপূর্ণ অবনত দৃষ্টি মেলে তাকাতে দেখেছি—যাতে তিনি আমাকে ভোটার হিসেবে বিবেচনা করছেন—আমার মন বি'রক্তিতে ভরে গেছে। তখন সহজাতভাবেই তাকে থা'প্পড় দিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে